Home রাজ্য মাত্র ১৫ টাকায় সুস্বাদু খাবার ডিম ভাত, তৃণমূলের চালু নতুন ক্যান্টিন

মাত্র ১৫ টাকায় সুস্বাদু খাবার ডিম ভাত, তৃণমূলের চালু নতুন ক্যান্টিন

গোটা বিশ্বজুড়ে করোনা সংক্রমণ, তেমনি ভারতবর্ষেও ভালোই প্রভাব রয়েছে করোনার তবে সুস্থতার হারও অনেক বেশি ভারতবর্ষে। রাজ্যেও করোনার চিত্রটা সামান্য ভয়ের হলেও সুস্থ হয়ে ফিরেছেন অনেকে।রাজ্যে লকডাউন সময়কালীন পরিস্থিতিতে সাধারণ মানুষদের জন্যে সস্তায় খাবার এর ব্যবস্থা করা হয়েছিল।

জানা গিয়েছে, রাজ্যে অবস্থিত হাওড়ায় তৃণমূল এর তরফ থেকে একটি ক্যান্টিন চালু করা হয় যেখানে সস্তায় খাবার এর ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে,ক্যান্টিনের নাম দেওয়া হয়েছে ‘মমতার মমতা’। পরিষ্কার ও পরিছন্ন সমেত সুস্বাদু খাবার মাত্র ১৫ থেকে ২০ টাকায় আমিষ খাবার এমনকি নিরামিষ ভোজীদেরও খাবার ব্যবস্থা রয়েছে।

১০ টাকায় পাওয়া যাবে ভাত, ডাল ও সবজি। কেউ যদি এর সঙ্গে ডিম ও ভাজা নিতে চান তাহলে তাঁকে দিতে হবে ১৫ টাকা। আর ২০ টাকায় ডাল, ভাত ও সবজির পাশাপাশি পাওয়া যাবে মাছ। ক্যান্টিনে সপ্তাহে তিন দিন নিরামিষ আহার এবং ৪ দিন আমিষ খাবার পাওয়া যাচ্ছে। এছাড়া রবিবার ২০ টাকায় ভাত ও মুরগির মাংস থাকছে মেনুতে।

করোনা মহামারীর মোতো ভয়ঙ্কর পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হাওড়ার সালকিয়ায় বাবু ডাঙা ও বেলগাছিয়ায় এই ক্যান্টিন খুলেছে তৃণমূল কংগ্রেস এর কর্মীরা।এত কম দামে খাবার দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে।তাই ঘাটতি পূরণে এগিয়ে এসেছেন দলের কর্মীরা। অতিরিক্ত খরচ তাঁরাই বহন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম