Home রাজ্য ছোট্ট এক অসহায় শিশুর পাশে সাংসদ দেব, নিলেন অপারেশনের সমস্ত দায়িত্ব

ছোট্ট এক অসহায় শিশুর পাশে সাংসদ দেব, নিলেন অপারেশনের সমস্ত দায়িত্ব

করোনা পরিস্থিতিতে অনেক অভিনেতা অভিনেত্রী জনসেবামূলক কাজে নিযুক্ত হয়েছিলেন। তেমনি অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব করোনা পরিস্থিতিতে জনসেবামূলক কাজ করেছেন। তিনি অনেক পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে সাহায্যে করেছেন নেপাল ও জম্বুতে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফিরিয়েছেন , তিনি জম্বুতে আটকে থাকা 39 জন শ্রমিকের বাড়ি ফেরানোর দায়িত্ব পালন করেন এবং তাদের ভীষণ দুঃসময় তারা যখন খাদ্য হারা হয়েছিলেন তখন তাদের খাদ্য ও আর্থিক ভাবে সাহায্যে করেছিলেন দেব।

অনেক অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। তিনি নিজের উদ্যোগেই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলেন। আমফান ঘূর্ণিঝড়ের সময় যাদের বাড়ি ভেঙে চুরে ছারখার হয়ে গেছে তাদের অনেকের বাড়ি তৈরির দায়িত্ব নিয়েছিলেন অভিনেতা দেব। কারও চিকিৎসার প্রয়োজন হলে তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন দেব।

আরও একবার তৃণমূল সাংসদ সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন। ছোট্ট সাবি চোখের ব্যাধিতে আক্রান্ত। তার চোখের অপারেশন করতে হবে। নাহলে এই রোগের জন্য তার দৃষ্টিশক্তি সারাজীবনের মতো চলে যেতে পারে।

অপারেশন করতে লাগবে অনেক টাকা। কিন্তু সাবির পরিবারের আর্থিক অবস্থা অতটা স্বচ্ছল নয় তাদের পক্ষে অপারেশন এর খরচ দেওয়া সম্ভব নয়। কিন্তু অপারেশন না করলে সাবি চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারাবে। তাই তার পরিবারের চিন্তিত হয়ে পরে।

এরমধ্যে এক মহিলা এই ছোট্ট সাবির চোখের রোগের কথা দেব কে ট্যাগ করে টুইটারে টুইট করে জানান। তিনি ভাবলেন বর্তমানে দেব অনেকের অনেক সাহায্য করছেন এবার যদি তিনি এই ছোট্ট সাবিকে সাহায্য করেন এই আশাতেই তিনি দেবকে টুইট করেছিলেন। আর দেবও বরাবর এর মতোই ওই মহিলার টুইট এ সাড়া দিলেন।

তিনি ওই ছোট্ট সাবির চিকিৎসার দায়িত্ব নিলেন। প্রতিশ্রুতি দেন ছোট্ট সাবির চিকিৎসার দায়িত্ব নেবেন। এই বর্তমান পরিস্থিতিতে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব সাধারণ মানুষের ভগবান হয়ে উঠেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম