Home অন্যান্য বৃদ্ধ দম্পত্তির পাশে দাঁড়ালেন দেব, নিলেন সারাজীবনের ওষুধের দায়িত্ব

বৃদ্ধ দম্পত্তির পাশে দাঁড়ালেন দেব, নিলেন সারাজীবনের ওষুধের দায়িত্ব

সমগ্র বিশ্ব জুড়ে চলছে করোনা পরিস্থিতি। এই করোনা আবহে করোনা কে রুখতে প্রায় চলছে লক ডাউন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে পরতে হচ্ছে নানা সমস্যায়। মানুষ কাজ হারিয়ে যেন নিঃস্ব। সংসার এর সমস্ত খরচ চালাতে তাদের পরতে হচ্ছে নানা সমস্যায়।

এই সমস্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অভিনেতা দেব। তিনি নানা রকম ভাবে এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি এই করোনা পরিস্থিতিতে অনেক পরিযায়ী শ্রমিক দের বাড়ি ফিরতে সাহায্যে করেছিলেন। এবার তিনি এক বৃদ্ধ দম্পতির পাশে এসে দাঁড়ালেন। তিনি এবার এই বৃদ্ধ দম্পতির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

তিনি তাদের সমস্ত ওষুধের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলেন। আসলে বৃদ্ধ এর লক ডাউন এর সময় কাজ বন্ধ হয়ে যায়। তারপর থেকে বৃদ্ধর স্ত্রী ব্লাউজ সেলাই করে কোনোরকম সংসার চালায়। কিন্তু বৃদ্ধ এর রয়েছে নার্ভের অসুখ। নার্ভের অসুখ এর ওষুধ এর এত খরচ বৃদ্ধ এর পক্ষে চালানো সম্ভব হয়ে ওঠে না। আর বৃদ্ধারও হৃদজনিত রোগ আছে। এই বৃদ্ধ দম্পতির কথা টুইট করেন এক মহিলা। তার নাম সংগীতা মজুমদার। তিনি 25 অগাস্ট এই টুইট করেন এবং দেব কে ট্যাগ করেন। সেই টুইট দেখে অভিনেতা দেব এবার ওই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম