মাদকদ্রব্যের সাথে যুক্ত থাকা একটি দণ্ডনীয় অপরাধ। আর বর্তমানে এই অপরাধের সাথে যুক্ত রয়েছেন বলিউড প্রায় অনেক সেলিব্রিটি। আর পুলিশ এর তদন্তের ফলে একের পর এক সেলিব্রিটিরা এই মাদক দ্রব্যের সাথে যুক্ত থাকার কারণে গ্রেফতার হচ্ছেন।
আজ সকালে মাদক দ্রব্যের সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেফতার হলেন ক্ষীতিশ প্রসাদ। গতকাল এনসিবি তার বাড়ি তল্লাশি করার পর প্রচুর মাদক দ্রব্যে পাওয়া যায়।ক্ষীতিশ প্রসাদ হলেন ধর্মা প্রোডাকশন এর ম্যানেজার।
যেহেতু ধর্মা প্রোডাকশন এর নাম উঠে এসেছে তাই করণ জোহার সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটমেন্ট দিলেন তিনি বললেন তিনি মাদক দ্রব্যের সংক্রান্ত কোনো বিষয় জানেন না। আর তিনি কখনো নিজেও মাদক দ্রব্যে সেবন করেননি। তিনি বললেন তিনি ক্ষীতিশ প্রসাদকে ব্যক্তিগত ভাবে চেনেন না। তার সাথে কখনো কাজও করেননি।
২০১৯ এ একটা প্রজেক্ট এ কাজ করার কথা ছিল। সূত্রে খবর গতকাল ক্ষীতিশ প্রসাদ এর বাড়ি তল্লাশি করে মাদক দ্রব্যে পাওয়ার পর তাকে পুলিশ জেরা করার জন্য তুলে নিয়ে যায় তারপর ২৪ ঘন্টা জেরা করার পর তাকে গ্রেফতার করা হয়। জেরা করার সময় ক্ষীতিশ প্রসাদ আরও অনেকের নাম নেন।
আজ তিনি মাদক দ্রব্যের সাথে যুক্ত থাকার কারণে গ্রেফতার হলেন। আজ সকালে তাকে জেরা করার পর তাকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে এটাই সবথেকে বড়ো খবর। মাদক দ্রব্যের সাথে যুক্ত থাকার কারণে গ্রেফতার হওয়া অনুজ কেশওয়ানি ক্ষীতিশ প্রসাদ এর নাম নেন।