গত সপ্তাহে উত্তরবঙ্গ পরিদর্শনে এলে বি. জে. পি. রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগ ক্রমেই বাংলায় ভোটপূর্ব আবহাওয়ায় পারদ চড়াতে থাকে| তিনি বাংলাকে বাংলাকে রোহিঙ্গা ও জঙ্গিদের আঁতুরঘরের সঙ্গে তুলনা করেছেন | ভোটব্যাঙ্কের জন্য তৃণমূল নোংরা রাজনীতি খেলছে বলে তার অভিযোগ | একমনকি তিনি পুলিশকে বিঁধতেও ছাড়েননি | তিনি কড়া গলায় উত্তরবঙ্গের আক্রমণের সমালোচনা করে চড়া গলায় বলেন, বেশিদিন চলতে দেবেননা আর এভাবে
বাংলার অবস্থা নাকি কাশ্মীর এর চেয়েও শোচনীয়, এভাবেই গতকাল উত্তর ২৪ পরগনার টবিন রোডে চায়ে পে চর্চা তে দিলীপ ঘোষ অভিযোগ হানলেন রাজ্য সরকারের বিরুদ্ধে | তিনি বলেন, পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের আঁতুড়ঘর। এখানকার অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ। সম্প্রতি কুচবিহারে ধরা পড়েছে ৬জন উগ্রপন্থী। উত্তরবঙ্গে তার ওপর যে হামলা হয়েছে তা করেছে বহিরাগতরা।
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই উগ্রপন্থীদের ভোটেই নাকি রাজ করছে তৃণমূল, রাজনীতি করছে দেশের সুরক্ষা নিয়ে| তার অভিযোগের তালিকায় বাদ পড়েনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও |
এরপর নিজের দলের সমর্থকদের উদ্দেশ্যে এবং তাদের উৎসাহকে বাড়িয়ে বলেন, মে মাসে বঙ্গ ক্ষমতায় আসতে চলেছে বি. জে. পি., সবাই একজোটে লড়লেও বি. জে. পি. কে হারাতে পারবেনা |