শুক্রবার সকালে হঠাৎ ই একটি বিজ্ঞপ্তি দিয়ে বিজেপি যুবমোর্চার সমস্ত জেলাকমিটি ভেঙে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপঘোষ।এর আগেও যুবমোর্চার কমিটি গঠন নিয়ে বিতর্ক হয়েছিল কিন্তু রাজ্য সভাপতির আকস্মিক এই বিজ্ঞপ্তি কে ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে কর্মীদের মধ্যে।
বিজ্ঞপ্তি তে বলা হয়েছে ,অনিবার্য কারণ বশতঃ আজ থেকে পরবর্তী ঘোষণা পর্যন্ত সমস্ত জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি পদ ও জেলা কমিটি বাতিল করা হলো।
প্রসঙ্গত উলেখ্য কিছুদিন আগেই ধীরে ধীরে ঘোষণা করাহচ্ছিলো বিজেপি যুবমোর্চার জেলা সভাপতিদের নাম। গতকাল ই ঘোষিত হয়েছে মুর্শিদাবাদ উত্তর ,হুগলী হাওড়া গ্রামীণ ,শ্রীরামপুর ,আসানসোল ও বারাকপুর বিজেপি যুবমোর্চারসাংগঠনিক জেলা সভাপতিদের নাম। এখনো অবধি কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ সাংগঠনিক জেলা বাদে মোটামুটি সবকটি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করে দিয়েছিলেন বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান।