দৈনিক খবর:-রাজ্যে করোনা সংক্রমন বেড়েই চলেছে আর এই ভয়ানক পরিস্থিতির মুকাবিলায় নেমে প্রশাসনের তরফ থেকে আবারো নতুন করে সংক্রমিত স্থানকে চিহ্নিত করার মাধ্যমে দফায় দফায় লকডাউন করা হয়েছে।অপরদিকে এগিয়ে আসছে রাজ্যের বিধানসভার ভোট এর সাথেই রাজনৈতিক উত্তেজনাও বৃদ্ধি হয়েছে। এবারে রাজ্যে করোনা নিয়ে আবারো মুখ্যমন্ত্রীকে বিঁধতে ভুললেন না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
রাজ্যের বিভিন্ন এলাকায় লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনকি চক হাতেও রাস্তায় চিহ্ন করে সোসাল ডিসটেন্সি সম্পর্কে মানুষকে সচেতন করেছেন।মুখ্যমন্ত্রী রাজনৈতিক স্বার্থে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন এমন কি তিনি নিজেই লকডাউন উপেক্ষা করেছেন এমনটাই অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু বিজেপি নয় অন্যান্য রাজনৈতিক দলও মুখ্যমন্ত্রীকে একাধিক বার বিভিন্ন বিষয়ে কটাক্ষ করেছে।
দিলীপ বাবুর অভিযোগ, রাজ্যে লকডাউন ঠিক সেইভাবে করা হয়নি, মুখ্যমন্ত্রী নিজেই লকডাউন মানেননি আর তার দলের নেতা কর্মীরাও লকডাউনের নিয়ম ভঙ্গ করেছেন বলে আরও অভিযোগ করেন দিলীপ ঘোষ।দিলীপ ঘোষের দাবী,সাধারন মানুষের সুবিধায় লকডাউন সেখানে রাজনৈতিক বিষয়ের ওপর ভিত্তি করে বাছাই করা কয়েকটি জায়গাতে লকডাউন কার্যকরী করার তিনি বিরোধিতা করেন।