জামালপুরে সাহাপুরে কৃষক মোর্চার সভায় যোগ দিতে যাওয়ার সময় রাজ্যের শাসকদল তৃণমূলের হাতে আক্রান্ত হন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, এমনটাই অভিযোগ আসে।দিলীপ ঘোষের গাড়িতে ইট,পাথর ছোড়ার মাধ্যমে হামলা করার অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ হতে।
পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম এলাকায় এই ঘটনাটি ঘটেছে।শনিবার বিকেলে সেই এলাকায় বিজেপি রাজ্য সভাপতি জান এর পরেই বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়।
পরিস্থিতিকে আয়ত্তে আনতে পুলিশ ময়দানে নামে।এর পরেই পরিস্থিতি অনেকটা উত্তপ্ত পরিস্থিতিতে পৌঁছাতেই লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।এর পরেই ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,আমি গ্রামে যেতেই আমাকে এভাবে আটকানোর চেষ্টা করা হয়। আমাকে দেখে শাসকদলের লোকেরা কালোপতাকা দেখাচ্ছে আবার আমার গাড়িকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হচ্ছে।
গণতান্ত্রিক দেশে বিরোধী দলকে ওরা রাস্তায় বেরোতে দেবে না। এর পরেই রাজ্য সরকারের ওপর নিশানা করে দিলীপ বাবুর প্রশ্ন, ” সাধারণ মানুষ ক্ষেপে উঠলে সরকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে পারবে তো?ঘটনায় তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া, এই ঘটনায় আমাদের কোনো রকম যোগ নেই, তৃণমূলের তরফ থেকে আরও জানানো হয়, গ্রামের সাধারণ মানুষ দিলীপ ঘোষকে কালোপতাকা দেখিয়েছে।