Home বিনোদন মাদক কাণ্ডে ফেঁসে গেলেন অভিনেত্রী দীপিকা! NCB-র হাতে চলে গেল সমস্ত গোপন...

মাদক কাণ্ডে ফেঁসে গেলেন অভিনেত্রী দীপিকা! NCB-র হাতে চলে গেল সমস্ত গোপন তথ্য

বর্তমানে মাদক দ্রব্যের সাথে যুক্ত রয়েছেন বলিউড প্রায় অনেক সেলিব্রিটি। মাদক দ্রব্যের সাথে যুক্ত থাকা দণ্ডনীয় অপরাধ। আর পুলিশ এর তদন্তের ফলে একের পর এক সেলিব্রিটিরা এই মাদক দ্রব্যের সাথে যুক্ত থাকার কারণে গ্রেফতার হচ্ছেন। আজ এনসিবির তদন্তের ফলে দীপিকা পড়ুকোন এর নাম উঠে এসেছে মাদক দ্রব্যের সাথে যুক্ত থাকাদের মধ্যে।

২০১৭ সালের ১৮ অক্টোবর এর হোয়াটস্যাপ এর ম্যাসেজ এর ভিত্তিতে দীপিকা পাড়ুকোন এর নাম উঠে আসে। গতকাল এনসিবি দীপিকা পাড়ুকোন এর ম্যানেজার করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ করেন। সেখানেই অনেক গোপন তথ্য ফাঁস করেন দীপিকা পাড়ুকোন এর ম্যানেজার।

করিশ্মা প্রকাশ হলেন দীপিকার kHWN ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির একজন কর্মী। আজ এনসিবি দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদ এর জন্য ডাকে। হোয়াটস্যাপ এর যে দিন এর ম্যাসেজ এর ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেই দিন মুম্বাই এর কমলা মিলসের নামি কোকো পাবের এক হ্যালোউইন পার্টিতে উপস্থিত ছিলেন।

দীপিকা পার্টিতে যাওয়ার আগে হোয়াটস্যাপ এ তার ম্যানেজার করিশ্মা প্রকাশ এর কাছে হ্যাশের খোঁজ করেন। ওই পার্টিতে দীপিকার সাথে বলিউড এর আরও অনেক অভিনেত্রী অভিনেতারা উপস্থিত হয়েছিলেন। ওই পার্টিতে আদিত্য রায় কাপুর , সোনাক্ষী সিনহা ও সির্ধার্থ মালত্র উপস্থিত ছিলেন।

পার্টি থেকে এক বন্ধুর হাত ধরে বের হওয়ার সময় দীপিকার ফটো তোলা হয় সেই ফটোতে দেখা যাচ্ছে আদিত্য রায় কাপুর ও সোনাক্ষী সিনহাকে।

এনসিবি দীপিকার হোয়াটস্যাপ এর ম্যাসেজ এর ভিত্তিতে জিজ্ঞাসাবাদ এর সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রে খবর হোয়াটস্যাপ এর একটি মাদক দ্রব্যে সংক্রান্ত একটি গ্ৰুপ এর অ্যাডমিন ছিলেন দীপিকা আর ওই গ্রূপের মাত্র তিনজন সদস্যই ছিলেন করিশ্মা প্রকাশ , দীপিকা পাড়ুকোন ও জয়া সাহা।

এই হোয়াটস্যাপ এর ম্যাসেজ এর ভিত্তিতেই এনসিবি সন্দেহ করছেন যে দীপিকা পাড়ুকোন মাদক দ্রব্যের সাথে যুক্ত রয়েছেন। এটা এখন প্রমান হয়নি জিজ্ঞাসাবাদ এর পরই বোঝা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম