fbpx
Saturday, July 24, 2021
Homeবিনোদনডিসলাইকে ভরে উঠল শাহরুখ খানের নতুন ছবি 'পাঠান ' এর ট্রেলার

ডিসলাইকে ভরে উঠল শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান ‘ এর ট্রেলার

গত 14 জুন আত্মঘাতি হয়ে মারা গেছেন বলিউড এর তারকা সুশান্ত সিং রাজপূত। তার মৃত্যুতে তার অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে। কেউ যেন এখন এটা মেনে নিতে পারছে না। তাকে কেনো ভাবেই ভোলা সম্ভব হচ্ছে না। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি তবে তার মৃত্যুর জন্য তার অনুরাগীরা বলিউড এর স্বজনপোষণ দের দায়ী করেছেন। কেন এত অল্প বয়সেই এই তারকা আত্মঘাতি হলেন তা নিয়ে অনেক রহস্য রয়েছে।

যদিও তার মৃত্যুর তদন্তের দায়িত্ব এখন সিবিআই এর হাতে। তবে তার অনুরাগীরা তার মৃত্যুর জন্য করোন জোহার , মহেশ ভাট এবার তারা খানদেরও দায়ী করছেন। শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান ‘ এর ট্রেলার ইউটিউবে মুক্তি পাওয়ার সাথে সাথে ডিসলাইক এর বন্যা বয়ে গেলো। প্রায় দশ লক্ষ ডিসলাইক পড়েছে তার এই ছবির ট্রেলার এ। শাহরুখ এর নতুন ছবির ট্রেলার খুব কম সময়েই ডিসলাইক এ রেকর্ড গড়ে ফেললো।তবে কি এখন শাহরুখ এর ভক্ত কমে আসবে। তবে কি সুশান্ত অনুরাগীরা সুশান্ত এর মৃত্যুর জন্য খান পরিবার কেউ দায়ী করছেন ? এই প্রশ্ন উঠে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম