Home নতুন খবর করোনা কালে জনসাধারণের মসিহা সোনু সুদ নিজেই করোনা আক্রান্ত!

করোনা কালে জনসাধারণের মসিহা সোনু সুদ নিজেই করোনা আক্রান্ত!

গত বছরে করোনাকালে করোনা যোদ্ধাদের মতোই নিজেকেও সামনের সারিতে নিয়ে এসেছিলেন বলিউড তারকা সোনু সুদ। বহুমানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা সোনু সুদ তাই বহু মানুষ তাকে নিজেদের ‘মসিহা ‘বলেও জানিয়েছেন এবং সোসাল মিডিয়ায় পোস্ট করেও সোনুকে ধন্যবাদ জানিয়েছে।ইতিমধ্যে অনেক তারকায় আক্রান্ত হয়েছেন করোনায়। আর এবার করোনায় আক্রান্ত হলেন ‘অসহায়দের ভগবান’ সোনু সুদ।

 

 

আজ নিজের ট্যুইটার হ্যান্ডেলে সোনু সুদ লেখেন, তাঁর কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে এবং এখন তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন বলেও জানালেন অভিনেতা এছাড়াও তিনি বলেন চিন্তার কোন কারণ নেই।মানবিক উদ্যোগের জন্য ইতিমধ্যেই দেশের মানুষের কাছে বাস্তবের ‘হিরো’ হয়ে উঠেছেন সোনু সুদ। তিনি যেন সক্কলের মুশকিল আসান! যুবসমাজের চোখে আজ তিনি এক ‘রোলমডেল। ইতি মধ্যেই সোসাল মিডিয়ায় সোনু সুদের সুস্থতা কামনা করেছে নেটিজিনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম