দৈনিক ডেস্ক: সেই জানুয়ারি মাস থেকে সাড়া বিশ্বে করোনা থাবা বসিয়েছে। এর জন্য কত প্রাণ বলি হয়েছে, বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা পর্যন্ত হয়রান এই ‘কোভিড-19’ -এর প্রতিষেধক তৈরি নিয়ে। আর এর মধ্যেই উত্তরপ্রদেশের সম্ভলের সাংসদ সফিকুর রহমান -এর অদ্ভুত উক্তি,”মুসলিমদের মসজিদে নমাজ পড়ার অনুমতি দিলে করোনা পালাবে।” এই উক্তি ঘিরেই চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্বভাবতই সফিকুর চাঞ্চল্যকর উক্তি করে থাকেন। কিছুদিন আগেই তিনি ‘বন্দেমাতরম’ নিয়ে মন্তব্য করে বিতর্কে ঝড় তোলেন। তিনি ১২ আগস্ট বখরি ইদ উপলক্ষে সমস্ত বাজার-হাট খুলে রাখারও দাবি করেন। যার ফলে ফের বিতর্কের মুখে পড়লেন সফিকুর।
সমাজবাদী পার্টির এক বিশিষ্ট নেতা সফিকুর রহমান-এর মতে,”আমি চাই বখরি ইদের দিনে সমস্ত বাজারহাট খোলা থাকুক। যাতে মুসলিম ভাইরা কুরবানির জন্য গৃহপালিত পশু কিনতে পারে। মসজিদ গুলোও খোলা থাক, যাতে আমরা ওইদিন দু’বেলা নমাজ পড়তে পারি। আমার বিশ্বাস, মসজিদে গিয়ে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আর প্রার্থনা করি তাহলে করোনা ভাইরাস পালাবে। পরিস্থিতি শোধরাবে।”
সাংসদ পদে শপথ গ্রহণের সময়ে ‘বন্দেমাতরম’ বলতে অস্বীকার করা থেকে শুরু করে, করোনার মতো এক ভয়াবহ মহামারী নিয়ে বিভ্রান্তি মূলক মন্তব্যের জন্যই আজ ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে উত্তরপ্রদেশের সম্ভলের সাংসদ সফিকুর রহমান।