এখনকার জেনারেশন এ attitude কথাটা খুব শোনা যায়। সবাই নিজেদের স্টেটাস অনুযায়ী attitude নিয়ে চলে। কিন্তু attitude টা যদি প্রয়োজনের থেকে বেশি হয় তাহলে অনেক সময় প্রিয় সম্পর্ক গুলো কেউ নষ্ট করে দেয়।
এখনকার দিনে প্রায় দেখা যায় কারো মন থেকে কিছু করার ইচ্ছে থাকলেও attitude দেখানোর জন্য সেটা করতে পারে না।যেমন কেও আপনাকে খুব ভালোবাসে কিন্তু আপনি ভাবলেন এক কথায় তার ভালোবাসা স্বীকার করবেন, কেন আরও কয়েকবার বলার পর ভেবে দেখবেন। তাই আপনি attitude দেখিয়ে পাত্তাই দিলেন না।
কিন্তু এর ফলাফল অনেক সময় খারাপ হতে পারে।আপনি যখন স্বীকার করবেন ভাবলেন সে সময়টা অনেকটা দেরি হয়ে গেল।হয়তো আপনি বেশি attitude দেখিয়ে একজন সত্যিকারের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললেন।
তাই attitude ততটুকুই দেখান যতটুকু প্রয়োজন। প্রয়োজনের থেকে বেশি attitude কিন্তু আপনাকে পরে অনেক কষ্ট দিতে পারে।