Home লাইফস্টাইল আপনার শরীরে কি তিল আছে? দেখুন কোথায় তিল থাকলে আপনি হতে পারেন...

আপনার শরীরে কি তিল আছে? দেখুন কোথায় তিল থাকলে আপনি হতে পারেন কোটিপতি!

মানুষের জীবনে যেমন কর্মফল বলে কথা আছে তেমনি ভাগ্য ফল বলেও একটি কথা আছে। পৃথিবীর সবাই চায় সুখী হতে। আর বর্তমানে সুখ কিছুটা টাকার মাধ্যমে আসে। তাই সবাই চায় অর্থবান হতে। কিকরে বড়োলোক হওয়া যায় সেই চেষ্টায় সবাই সদাই ব্যাস্ত। তবে টাকা পয়সা কতটা থাকবে কিছুটা ভাগ্যের ওপর নির্ভর করে। ভবিষ্যত এ কে কত বড়োলোক হবে , কে কতটা অর্থবান হবে , কার কত সম্পত্তি থাকবে এটা কিছুটা ভাগ্যের ওপর নির্ভর করে। আর এই ভাগ্য নির্ধারণ এ মানুষের দেহের তিল এর একটি বিশেষত্ব আছে। তিলের অবস্থান অনুযায়ী মানুষের ভাগ্য পরিবর্তন হয়। দেহের কিছু কিছু জাগায় তিল থাকা খুব ভালো। সেই সব জায়গায় তিল থাকলে আপনি বড়োলোক হতে পারেন আপনি অনেক টাকা পয়সার মালিক হতে পারেন। দেহের কোন কোন স্থানে তিল থাকলে আপনার জন্য ভালো লক্ষণ। জেনে নিন দেহের কোন কোন জায়গার তিল আপনার ভাগ্য খুলে দিতে পারে।

  • যাদের নাকের ডান দিকে তিল থাকে তারা একটা সময়ের পর বড়োলোক হতে পারে।
  • ঠোঁটের একটু ওপরে তিল থাকাও খুব ভালো লক্ষণ। ঠোঁটের একটু ওপরে তিল থাকা মানেই আপনি একদিন প্রচুর টাকা পয়সার মালিক হবেন।
  • কোমরে তিল থাকাও খুব ভালো লক্ষণ। কোমরে তিল থাকলেও আপনি বুঝে নিন আপনি একদিন ধনী হতে পারেন।
  • অনেকের দেহের যে কেনো স্থানে ছোট গাঢ় রঙের তিল থাকে। সেক্ষেত্রে আপনি বোঝে নিন আপনি একদিন প্রচুর সম্পত্তির অধিকারী হবেন।
  • নাভির আসে পাশে তিল থাকা মানেও আপনার বড়োলোক হওয়ার সম্ভবনা রয়েছে।
  • কানের আশেপাশে তিল থাকলেও আপনার জন্য শুভ লক্ষণ। আপনার ভাগ্য ভালো হওয়ার লক্ষণ। আপনার ধনী হওয়ার প্রবল লক্ষণ।
  • বুঁকের মধ্যে তিল থাকাও নারী ও পুরুষ দের জন্য ভালো লক্ষণ। নারী ও পুরুষ এর সম্পত্তি শালী হওয়ার লক্ষণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম