Home ভাইরাল খবর কিং কোবরা সাপের সাথে লড়ছে কুকুর! ঝড়ের বেগে ভাইরাল ভয়নক ভিডিও

কিং কোবরা সাপের সাথে লড়ছে কুকুর! ঝড়ের বেগে ভাইরাল ভয়নক ভিডিও

সোশ্যাল মিডিয়ায় নানা প্রান্তের বিভিন্ন পশুদের মধ্যে হওয়া লড়াই এর নানা ভিডিও ভাইরাল হয়। বর্তমানে অনেক পশু ও পাখির ছবি ও ভিডিও ভাইরাল হয়। পশু পাখিদের নানাভাবে লড়াই করার ভিডিও পশু পাখিদের নানা পদ্ধতিতে শিকার করার ভিডিও প্রায় ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু মানুষের সাধারণত ভাবনা যে কোন বড়ো আকারের পশুর সাথে কোনো ছোট আকারের পশু লড়াই বড়ো পশু জিতবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পশুদের এমন কিছু ভিডিও ভাইরাল হতে দেখা যায় যে ভিডিও গুলোতে এর ব্যতিক্রম দেখা যায়। দুর্বল পশুও অনেক সময় শক্তিশালী পশুদের হারিয়ে দেয়। জেনে নিন এমন কিছু ঘটনা।

কুকুর সাথে কিংকোবরার লড়াই :- একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পাঁচটি কুকুরের সাথে কিংকোবরা সাপ এর লড়াই। কিংকোবরা সাপ কতটা বিষধর সেটা সকলেই জানেন। কিংকোবরা ভীষণ শক্তিশালী সাপ কিন্তু ভিডিওটিতে দেখা যাচ্ছে পাঁচটি কুকুর কিংকোবরা সাপ এর ওপর আক্রমণ করেছে কিন্তু সাপটিও সমান তালে লড়াই করছে কিন্তু শেষ রক্ষা হয় না সাপ টি কুকুর গুলোর কাছে হেরে যায়।

কচ্ছপ এর সাথে সাপ এর লড়াই :- সাপ এর তুলনায় কচ্ছপ অনেক ছোট। ভিডিওটিতে দেখা যাচ্ছে সাপটি কচ্ছপকে খাওয়ার চেষ্টা করছে কচ্ছপকে মুখে ঢুকিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই কচ্ছপটির শক্ত খোলস সাপটি কামড়ে ভাঙতে পারছেন না। শেষে দেখা যায় কচ্ছপটিকে সাপ এর মুখ থেকে বেরিয়ে চলে যায়।

বিড়াল এর সাথে এলিবেটর এর লড়াই :- বিড়াল সাধারণত মানুষ বাড়িতেই পোষে কিন্তু এবার দেখা যাচ্ছে এই বিড়াল কুমিরের দিকে তেরে যাচ্ছে। তার পর দেখা যায় কুমিরকে হারিয়ে বিড়ালটি নিজের প্রাণ রক্ষা করে। বিড়াল এর সাহসিকতায় নেট জনতা মুগ্ধ। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম