fbpx
Saturday, July 24, 2021
Homeঅফবিটমালিককে থানা থেকে ছাড়ালো কুকুর

মালিককে থানা থেকে ছাড়ালো কুকুর

সম্প্রতি ক্যারিবিয়ান দেশ ডমিনিকান রিপাবলিকের একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশের হাতে আটক হওয়া একব্যক্তিকে তার পোষা কুকুর এক প্রকার “উদ্ধার করে” নিয়ে আসছে থানা থেকে! কুকুরই যে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, সেকথাই আরও একবার যেন দেখিয়ে দিল এই ঘটনা।

ইউটিউবে গত ১১ অক্টোবর “রিপোর্টে ০৫৬” নামে একটি চ্যানেলে ভিডিওটি আপলোড হয়েছে। ১ মিনিট ২৬ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের অন্ধকার নেমে এসেছে, রাস্তায় আলো জ্বলছে, এমন অবস্থায় একটি কুকুর রাস্তা থেকে থানায় ঢুকে যাচ্ছে। গেটে দাঁড়ানো রক্ষীদের দেখে প্রথমে সে যেন একটু থমকে দাঁড়িয়ে পড়ে। পরে সুযোগ বুঝে ভেতরে ঢুকে পড়ে। সেসময় কুকুরটির পেছনে পেছনেই থানায় ঢোকে ক্যামেরা!

ভেতরে তখন এক ব্যক্তির হাতে হাতকড়া লাগিয়ে দাঁড় করিয়ে রেখেছে পুলিশ কর্মীরা। করোনাভাইরাসের কারণে জারি হওয়া বিধি-নিষেধ ভেঙে রাস্তায় বেরনোর অপরাধে তাকে থানায় তুলে আনা হয়। ওই ব্যক্তি পুলিশ কর্মীদের কিছু বোঝানোর চেষ্টা করছেন। তবে পুলিশ তার কথায় খুব একটা সন্তুষ্ট হচ্ছিলেন বলে মনে হয় না।

এমন অবস্থায় সেখানে উপস্থিত হয় কুকুরটি। এবার সে লেজ নাড়তে নাড়তে তার মালিকের চারপাশে ঘুরতে থাকে। হাতকড়া পরা অবস্থাতেই কুকুরটিকে আদর করতে শুরু করেন ওই ব্যক্তি।

কুকুর আর মালিকের এমন প্রেম দেখে পুলিশ সদস্যরা ঠিক করে এদের দু’জনকে আলাদা না রাখাই ভাল। থানার দায়িত্বে থাকা অফিসারও ওই ব্যক্তিকে সেকথা বলে ছেড়ে দেন। সেসময় থানা থেকে মালিকের ছাড়া পাওয়ার আনন্দে প্রায় নাচতে নাচতে তারসঙ্গে কুকুরটিকেও বেরিয়ে আসতে দেখা যায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম