বর্তমানে সমাজসেবামূলক কাজে অনেকেই এগিয়ে এসেছে। মানুষ নানা রকম ভাবে সমাজের জন্য কাজ করে চলছেন। সমাজের জন্য নানা মহৎ কর্ম করে চলেছেন। কখন অর্থ সংকট এ পরা মানুষ দের অর্থ দান করে , আবার কখন খাদ্য সংকট এ পরা মানুষ দের খাদ্য সরবরাহ করে , কখন কেনো অসহায় শ্রেণীর মানুষদের চিকিৎসার দায়িত্ব নিয়ে এই ধরণের বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছে অনেক মানুষ। পিছিয়ে পরা শ্রেণীর পাশে অনেকেই এসে দাঁড়িয়েছে।
এবার আলিপুরদুয়ার এর এক তরুণী মরনোত্তর দেহ দান করলেন। তরুণীর নাম শ্রেয়সী ধর। তিনি তার জন্মদিনএর দিন এই কাজ করলেন তার জন্মদিন টিকে আরও বেশি বিশেষ করে তোলার জন্য। তিনি তার ১৯ তম জন্মদিনে এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
তাকে এই মহৎ কাজে সাহায্য করেছেন ‘ ‘ ‘আলোর দিশা ‘ স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্য সুনির্মল নিয়োগী। এই মহৎ কাজে তাকে অনুমতি দিয়েছেন তার মা শ্রীমতি উৎপলা ধর। শ্রেয়সীর মায়ের সূত্রে জানা যায় , শ্রেয়সী বরাবরই এই ধরণের মহৎ কাজ ও সমাজসেবামূলক কাজ এর সাথে যুক্ত। সমাজের জন্য কিছু করার ইচ্ছে শ্রেয়সীর বরাবরই ছিল। তার মা তাতে কখন বাধা দেন নি।
তিনি বললেন সকলে যেন তার মেয়েকে আশীর্বাদ করে যাতে শ্রেয়সী সবসময় সমাজের জন্য কাজ করে যেতে পারে। যদিও এই মহৎ কাজের সমস্ত প্রক্রিয়া শুরু হওয়ার পর লক ডাউন এর জন্য ও কিছু সমস্যার জন্য অসম্পূর্ণ থেকে যায় কিন্তু পরে টা সম্পূর্ণ হয়। নর্থবেঙ্গল মেডিকেল কলেজ থেকে শ্রেয়সীকে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট শ্রেয়সীর হাতে তুলে দান আলোর দিশা স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্য সুনির্মল নিয়োগী।