আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: আলিপুরদুয়ার জেলায় অব্যাহত হাতির হানা, রবিবার সকালে মাদারিহাট ব্লকের বীরপাড়ার অন্তর্গত রহিমপুর চাবাগানের গুদাম লাইনে এইদিন হাতির হানায় প্রান হারায় এক ব্যক্তি।এর আগেও এলাকায় হাতির অত্যাচারে সেখানকার মানুষেরা অতিষ্ঠ হয়ে গিয়েছিল আর এইদিন একজনের প্রান চলে যাওয়াতে বেশ চিন্তায় রয়েছে সেখানকার মানুষেরা।
স্থানীয় সূত্রে খবর,মৃত ব্যক্তির নাম বান্ধান ওরাও যার বয়স ৬৩বছর রবিবার ভোরে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে আসতেই আচমকা একটি বুনো হাতি চড়াও হয়, ঘটনায় মৃত্যু হয় সেই ব্যক্তির।এর পরেই দলগাঁ রেঞ্জের বনকর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হয় এবং দেহটিকে উদ্ধার করে পরে, বীরপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।এইদিন সংশ্লিষ্ট চাবাগানের খড়কা লাইনে বিষু ছেত্রী ও উষা ছাত্রী নামে দুজনের বাড়ি ঘড় তছনছ করে দিয়ে যায়।
ঘটনায় বনদফতরের রেঞ্জার দোরজি শেরপা বলেন,”সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবার ৪লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে, তবে আপাতত ২০হাজার টাকা মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে”।