Dainik Khabor,আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভার ১৫নং মন্ডলের জনতা যুবমোর্চার কার্যকর্তারা গত ২৩শে জুন ফালাকাটা উচ্চবিদ্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে একটি রক্তদান শিবিরের আয়োজন করে।এইদিন রক্তদান শিবিরে রক্তদানের মাধ্যমেই বাংলার গর্ব শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রনাম জানালেন যুব মোর্চার সদস্য তথা রক্তদানকারী সকলেই।
এইদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলার নির্বাচিত সাংসদ জন বার্লা মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা,রাজ্যে বিজেপি যুব মোর্চার সাধারন সম্পাদক মিঠু দাস, মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা সমেত অনেক নেতৃত্বরা। এইদিন মাননীয় সাংসদ জন বার্লা মহাশয় রক্তদান এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে সকলের সামনে তার কিছু মূল্যবান বক্তব্য পেশ করেন। যুব মোর্চার নেতৃত্বরা জানায়, এই দিন ৪০থেকে৪২ জন ব্যক্তিরা স্বেচ্ছায় রক্তদান করেন।