fbpx
Thursday, July 29, 2021
Homeভাইরাল খবরস্বামীর মদ্যপানে অতিষ্ট হয়ে মারমুখী রণচণ্ডী স্ত্রী

স্বামীর মদ্যপানে অতিষ্ট হয়ে মারমুখী রণচণ্ডী স্ত্রী

বর্তমানে নারীরা স্বাধীন হলেও তথাকথিত পুরুষশাসিত সমাজে তারা আজও পরাধীন।অনেক নারীরাই আছেন যারা স্বামীর মদ্যপানের শিকার হয়ে অত্যাচারিত,এমন ঘটনাও আমাদের কাছে বিরল নয়।তবে সেই সমস্ত নারীদেরও আমরা প্রতিবাদী হয়ে উঠতে দেখি।এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে,যাতে কিনা স্ত্রী রণচণ্ডি হয়ে স্বামীর প্রতি মারমুখী।

এমনই একটি ভিডিও আমাদের সামনে এসেছে যেখানে আমরা দেখতে পাই এক স্ত্রী তার মদ্যপ স্বামীকে বেধরক পিটুনি দিচ্ছে।এই ঘটনাটি কারা ঘটিয়েছে সে বিষয়ে আমাদের সঠিক জানা নেই,আমরা যা দেখতে পাই _” এক স্বামীর মদ্যপানে অতিষ্ট হয়ে তার স্ত্রী তাকে লাঠি দিয়ে মারতে উদ্ধত”।

আরও পড়ুনঃ  হারিয়ে যাওয়া মূর্তি ফিরে পেল ভারত 

এই ঘটনাটির পরিপেক্ষিতে কিছু মানুষের দৃষ্টিতে এটি নিন্দনীয় আবার কিছু মানুষ বলবে এটি সঠিক শিক্ষা হয়েছ।তবে যার চিন্তাভাবনা যেমনই হোকনা কেন,আমার মনে হয় এমন একটা বিরল দৃষ্টান্ত সমাজের জন্য প্রয়োজন ছিল। আশা করি এই ভিডিওটির পর প্রতিটি অত্যাচারিত পুরুষ নিজেদের শোধরাতে সক্ষম হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম