Home বিনোদন চায়ের দেশে দ্বিতীপ্রিয়া

চায়ের দেশে দ্বিতীপ্রিয়া

ধারাবাহিক আমাদের সকলের জীবনের সাথে জড়িয়ে আছে । প্রতিদিন সন্ধ্যায় আমরা রিমোট হাতে নিয়ে টিবির সামনে বসে পরি শুধুমাত্র এই ধারাবাহিকগুলোর আনন্দ উপভোগ করার জন্য । এই জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ৬:৩০ টার ‘ করুণাময়ী রানী রাসমণি ‘ । যেখানে রানিমার চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া । ৪ বছর আগে স্কুলের ছাত্রী দিতিপ্রীয়া এই চরিত্রে অভিনয় শুরু করেছিলেন । আর তারপর তিনি আমাদের রাণীমা হয়ে ওঠেন । অভিনয় করা দিতিপ্রিয়ার খুব প্রিয় । এছাড়াও তিনি ঘুরতে খুব ভালোবাসেন । সময় পেলেই তিনি চেষ্টা করেন কোথাও একটা ঘুরতে যেতে ।

 

 

সম্প্রতি অভিনেত্রী দার্জিলিং ঘুরতে গিয়েছিল । সেখানে সবুজ চা বাগানের মাঝখানে দাড়িয়ে বেশ সুন্দর ছবি তুলেছিলেন দিতিপ্রীয়া । এমনিতেই দিতিপ্রীয়া যে সুন্দরী সেটা বলার অপেক্ষা রাখে না । তবুও ছবিটিতে অন্যদিনের থেকেও অভিনেত্রীকে বেশ মিষ্টি দেখাচ্ছিল । সম্ভ্যবত ঘোড়ার জায়গার মধ্যে অভিনেত্রীর পাহাড় একটু বেশিই পছন্দের । কেননা এরআগেও বহুবার পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তিনি । ঘোড়ার প্রশ্ন উঠলেই তার প্রথম পছন্দ পাহাড় । অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রাম এ বেশ একটিভ ।

 

 

 

বিভিন্ন সময় বেড়াতে গিয়ে তিনি প্রচুর সুন্দর সুন্দর ভমছবি আপলোড করে থাকেন। এর থেকেই আমরা অভিনেত্রীর পছন্দ অনুমান করে থাকি । অনুরাগীরা সবসময় তাদের দিতিপ্রিয়া তথা রানিমাকে সোশ্যাল মিডিয়ায় নতুন লুকে দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে । এর জন্যই ছবি আপলোড করার সাথে সাথে লাইকের ঝড় উঠে যায় । ছোট পর্দায় কাজের পর এবার দিতিপ্রীয়া খুব শীগ্রই বড়ো বোর্ডে কাজ করবে । ভক্তরা তার নতুন কাজ দেখার জন্য খুবই উৎসুক । এইভাবেই তিনি একদিন অনুরাগীদের প্রিয় অভিনেত্রী হতে উঠবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম