Home বিজ্ঞান ও প্রযুক্তি যেই কারণে পৃথিবী ধ্বংস হতে পারে, জানালেন বিজ্ঞানিরা

যেই কারণে পৃথিবী ধ্বংস হতে পারে, জানালেন বিজ্ঞানিরা

নানা বিজ্ঞানীরা বলছেন পৃথিবী ধ্বংস হবে। পৃথিবীতে নানা সমস্যা দিনদিন বেড়েই চলছে পৃথিবীতে হওয়া নানা দূষণের কারণে ও গ্লোবাল ওয়ারমিং এর ফলে।

বিজ্ঞানীরা বলেছেন মানুষের সৃষ্ট নানা জৈব অস্র এর ফলে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। নানা রকমের ভাইরাস সৃষ্টি হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে।

বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে একের পর এক মহাকাশ এ বিস্ফোরণ ঘটছে। যার ফলে ধ্বংস হয়ে যেতে পারে সমগ্র সৌরজগৎ।

বর্তমানে মানুষ প্রযুক্তি বিদ্যার প্রতি আস্থাশীল। মানুষ এখন সব কাজ প্রযুক্তির মাধ্যমে করতে চান। আর একদিন দেখা যাবে মানুষের বিলুপ্তি ঘটে পৃথিবীতে রাজ করবে প্রযুক্তি বিদ্যার রোবট এরা।

পৃথিবীতে অনেক আগ্নেয়গিরি রয়েছে আর এই আগ্নেয়গিরির মধ্যে এমন চারটি আগ্নেয়গিরি রয়েছে যেমন ইন্দোনেশিয়ার লেক টোবা , জাপানের আয়ারা কালডেরা , নিউজিল্যান্ড এর টাউপো , আমেরিকার ইয়োলস্টআইন এই চারটি আগ্নেয়গিরি পৃথিবী ধ্বংস করে দিতে পারে।

বিজ্ঞানীরা বলেছেন সূর্য থেকে একপ্রকার রশ্মি বের হয় যার নাম সোলার ম্যাক্স। এই রশ্মি খুব ক্ষতিকর। সূর্যের আলো ছাড়া প্রাণীজগৎ বেঁচে থাকতে পারবে না প্রাণীজগৎ এর বেঁচে থাকার জন্য সূর্যের আলোর প্রয়োজন কিন্তু সূর্য থেকে নির্গত এই সোলার রশ্মি পৃথিবীর ধ্বংস এর কারণ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম