মানুষ নানা রকমের জীবিকা ওপর নির্ভরশীল। অনেক মানুষ পশুপালন করে। পশুপালন কেই তাদের অন্যতম জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। এই পশুপালন এর মধ্যে একটি অন্যতম হল ছাগলের খামার।
ছাগলের খামার এর দ্বারা অনেকেই অনেক লাভ করে থাকেন আবার অনেকেই লোকসান করে থাকেন। ছাগলের খামারে যদি আপনি লোকসান করে থাকেন তাহলে বুঝবেন আপনার ছাগল লালনপালন এ কিছু ভুল অবশ্যই হয়েছে। জেনে নিন কিভাবে ছাগলের খামার যত্ন নিলে আপনি অনেক লাভ করবেন।
অবকাঠামো খুব ভালো মতো তৈরী করতে হবে যাতে খামারে যথেষ্ট পরিমানে আলো বাতাস প্রবেশ করতে পারে। খামারে আলো বাতাস ঠিকমতো প্রবেশ করলে ছাগল সুস্থ থাকবে।
খামারের যে ছাগল গুলো থেকে বাচ্চা উৎপাদন করা হবে সেই ছাগল গুলোকে বেশি ভালো মতো যত্ন নিতে হবে সেই ছাগল গুলোর খাদ্য ও লালন পালনের ক্ষেত্রে একটু বেশি সচেতন হতে হবে।
বাচ্চা উৎপাদন এর জন্য উন্নতমানের ছাগল গুলোকে বেছে নিতে হবে তাতে যে বাচ্চা ছাগল গুলো উৎপাদন হবে সেগুলোও উন্নতমানের হবে।
খামারের ছাগল গুলোকে রশি দিয়ে সবসময় বেঁধে রাখা উচিত নয়। ছাগল গুলোকে ফাঁকা জায়গায় ছেড়ে দিতে হবে তাতে ছাগল গুলো নিজের মতো করে খেলাধুলা করতে পারে। এতে ছাগল গুলো সুস্থ থাকবে।
ছাগলের খামার তৈরির পর সবসময় পশু চিকিৎসক ও পশু হাসপাতালের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ছাগল একটু অসুস্থ হলেই তাকে অবশ্যই পশু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া উচিত।
ছাগল গুলোকে নিয়মিত টিকাকরণ করতে হবে তাতে ছাগল গুলো যে কোনো কঠিন অসুখ থেকে রক্ষা পাবে। কেনো কঠিন অসুখ ছাগল গুলোকে আক্রান্ত করতে পারবে না।