Home টেক নিউজ ব্যাপক সস্তায় ইলেকট্রিক স্কুটার আনছে হিরো কোম্পানি, হাতের মুঠোয় দাম

ব্যাপক সস্তায় ইলেকট্রিক স্কুটার আনছে হিরো কোম্পানি, হাতের মুঠোয় দাম

বাইক কিনার সখ প্রায় সবারই থাকে, আট থেকে আশি বছরেও বাইকের স্বপ্ন থাকে অনেকেরই। কিন্তু সমস্যা দাম নিয়ে। বিশেষ করে মধ্যবিত্তদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। অধিক দামের ফলে বাইক নেওয়ার স্বপ ভেঙে যায়। সত কষ্ট করেও বাইকের টাকা জোগার করতে হিমশিম খেয়ে যায় নিম্ন শ্রেণির সাধারণ মানুষ।

কিন্তু সব সমস্যার সমাধান হয়তো চলে এসেছে। খুব সস্তায় হিরো কম্পানি নিয়ে এল ইলেক্ট্রিক স্কুটার। দামও সস্তায় এবং চালানো যাবে খুব সস্তায়।

হ্যাঁ, Hero MotoCorp সম্প্রতি ইলেকট্রিক প্রিমিয়াম বাইক প্রস্তুতির কাজে মন দিয়েছে। প্রিমিয়াম ছাড়া সাধারণ বাজেট মূল্যের ইলেকট্রিক বাইক আনবে এই কোম্পানি।

কোম্পানি “XTEC” নাম দিয়ে হয়তো তাদের প্রথম প্রিমিয়াম ইলেকট্রিক বাইকটি আনবে। কোম্পানি তাদের জার্মানির টেকনোলজির সেন্টারের সাথে জয়পুর হেডকোয়ার্টারের কর্মীদের নতুন ইলেকট্রিক বাইক তৈরির কাজে লাগিয়ে দিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম