fbpx
Friday, July 30, 2021
Homeলাইফস্টাইলছবি নাকি ভাগ্য পরিবর্তন করে দেয়! জানুন এই 'Elf Of Luck'-র ...

ছবি নাকি ভাগ্য পরিবর্তন করে দেয়! জানুন এই ‘Elf Of Luck’-র আসল রহস্য

সোশ্যাল মিডিয়ায় প্রায় ভাইরাল হতে দেখা যায় নানা রকমের ছবি। আর সেই সব ছবি গুলো ঝড়ের গতিতে নেট জনতা শেয়ার করেন। ছবি গুলোর সাথে জুড়ে থাকে মানুষের নানারকমের অযৌক্তিক বিশ্বাস এর কাহিনী। প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নানা রকমের ছবি তীরের গতিতে শেয়ার হচ্ছে তার কারণ ছবি গুলোর ক্যাপশন এ থাকে এই ছবি শেয়ার করলে আপনার জীবনে এই সেই হবে নানা রকমের কথা। সম্প্রীতি সোশ্যাল মিডিয়া জুড়ে এইরকম এর এক ছবি তীরের গতিতে শেয়ার হচ্ছে।

ছবিটি Elf of luck নামে ভাইরাল হচ্ছে। Elf of luck কথাটির অর্থ এমন এক প্রাণী যার আকৃতি ক্ষুদ্র এবং কানটি সূচলো। এই Elf of luck এর আক্ষরিক অর্থ হলো এমন এক ক্ষুদ্র প্রাণী যে আপনার ভাগ্যে ঘুরিয়ে দিবে। ছবিটি শেয়ার হওয়ার কারণ হিসেবে জানা যাচ্ছে এই ছবি শেয়ার করলে নাকি তার ভাগ্যে ফিরে যাবে। তার জীবনে খুব শীঘ্রই ভালো খবর আসতে চলেছে। ছবিটি শেয়ার করলে শেয়ারকারীর জীবনে খুব তাড়াতাড়ি আনন্দের খবর আসবে।

কিন্তু প্রশ্ন একটাই সত্যিই কি এই ছবি শেয়ার করলে মানুষের জীবনে ভালো খবর আসবে ? এবিষয়ে তদন্ত শুরু হয়েছে। এই Elf of luck এর ছবিটিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা। বলা হচ্ছে এই বৃদ্ধার ছবি শেয়ার করলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আপনার জীবনে আসবে সুখবর। ওই বৃদ্ধার পরনে পশ্চিমা জাদুবিদদের মতো পোশাক। ওই বৃদ্ধার কান দুটো সরু। তবে এই বৃদ্ধার ছবি শেয়ার করার বিপক্ষে অনেকেই অনেক কথা বললেন। কেউ বললেন এই ছবি আপনার জীবনে কোনো ভালো খবর তো দিবেই না উল্টে আপনার জীবনে নিয়ে আসতে পারে খারাপ খবর।

আসলে এই ছবি আপনার জীবনে ভালো ও খারাপ কোনো খবর আনবে না। এই ছবি শেয়ার করলে আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আপনার যা হওয়ার তাই হবে। ছবি শেয়ার করার জন্য আপনার জীবনে নতুন করে তেমন কিছু হওয়ার নেই। এই ছবি শেয়ার করলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই। এই ছবি শেয়ার করার ফলে আপনার বাস্তব জীবনের কোনো পরিবর্তন হওয়ার ব্যাপার নেই। আপনি আপনার ইচ্ছে হলে এই ছবি শেয়ার করতেই পারেন কিন্তু এতে আপনার জীবনে আলাদা ভাবে কোনো কিছু হওয়ার নেই। আসলে সোশ্যাল মিডিয়ায় লাইক , কমেন্ট ও শেয়ার এর জন্যই এই ছবি শেয়ার করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম