fbpx
Thursday, July 29, 2021
Homeলাইফস্টাইলস্বামী ও সন্তান দুজনের দায়িত্বে নারীর কি কি মানসিক চাপ

স্বামী ও সন্তান দুজনের দায়িত্বে নারীর কি কি মানসিক চাপ

একজন নারীর জীবনে অনেক চাপ। পরিবারের সব সদস্য দের দেখাশোনা করা তারপর সন্তান হওয়ার পর স্বামী ও সন্তানের দুজনের দায়িত্ব। নারীর যেন মানসিক চাপ এ ভুগতে থাকেন।

অনেক নারীর বক্তব্য অনেক স্বামী নাকি সন্তান হওয়ার পর যে নারীর চাপ বেড়ে যায় তা স্বামী বুজতে চান না। সংসারে স্বামী তার সাথে কেনো কাজে সাহায্য করে না। আর সন্তানের চেয়ে স্বামীর চাহিদা পূরণ করতে করতে নারীর জীবন নাজেহাল। নারী যেন মানসিক চাপে ভুগতে ভুগতে হতাশ হয়ে পড়ছেন। সন্তান হওয়ার পর একজন স্বামী তার নারীর প্রতি যতটা দায়িত্ব বান হওয়া উচিত ততটা হন না। গবেষণায় দেখা গেছে প্রায় নারীর সন্তান হওয়ার পর মানসিক চাপ বেড়ে যায়। আর এই চাপ সৃষ্টি তে স্বামীর ভূমিকাই বেশি। এই মানসিক চাপের জন্য নারীর স্বাস্থ্যের ক্ষতি হয়। আয়ু কমে যায়। নারী যেন সারাদিনের চাপে খিটখিটে মেজাজের হয়েছে যান।

আরও পড়ুনঃ  ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফের হুবাহু ড্যান্স খুদের! ঝড়ের গতিতে ভাইরাল

অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় একজন নারীর মৃত্যু হলে তার স্বামী সম্পূর্ণ ভেঙে জান এবং স্বামীর স্বাস্থ্য ঘাড়তি হতে থাকে। কিন্তু একজন স্বামীর মৃত্যু হোকে নারীর স্বাস্থ্য উন্নতি ঘটে এর কারণ স্বামীর অতিরিক্ত মানসিক চাপের থেকে নারীর মুক্তি ঘটেছে।

তাই এই সমস্যা সমাধান এর জন্য উচিত একজন সন্তানের দায়িত্বে স্বামী যেন একজন নারীকে একটু সাহায্য করে। নারীর স্বামী দুজনে যদি চাকরি করে তাহলে দুজনেই সংসার এর দায়িত্ব নেয়। সন্তান হওয়ার পর নারীকে যেন কেনো কিছুর জন্য অতিরিক্ত চাপ না দেওয়া হয়। একজন নারীর সুস্থ থাকা সংসার এর জন্য জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম