fbpx
Friday, July 23, 2021
Homeবিনোদনআগামী সপ্তাহের কাছাকাছি সময়ে জিজ্ঞাসাবাদ হতে পারে পরিচালক 'করণ জোহরের' সাথে!

আগামী সপ্তাহের কাছাকাছি সময়ে জিজ্ঞাসাবাদ হতে পারে পরিচালক ‘করণ জোহরের’ সাথে!

অনলাইন ডেস্ক,২৮জুলাইঃ বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যুতে তদন্ত চলছে। এখনো পর্যন্ত কোনো রকম খুনের ‘প্রমাণ’ মেলেনি পুলিশ সূত্রে। পুলিশের তরফে প্রমাণ না থাকায় সুশান্ত সিং রাজপুত আত্মহত্যাই করেছেন বলে ধরা হচ্ছে আপাতত। যদিও এ বিষয়ে অনেক বড়ো তারকারা এবং সুশান্তের ফ্যানেরা মনে করছেন সুশান্তকে খুন করা হয়েছে। তাই তারা তদন্তের জন্য সিবিআই কে তলব জানিয়ে যাচ্ছেন সুশান্তের মৃত্যুর পর থেকেই প্রায় এক মাস ধরে।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের এরূপ অস্বাভাবিক মৃত্যুর পরে অনিল দেশমুখ বলেন, ”সুশান্তের ‘আত্মহত্যা’র কারণ হিসাবে বলিউড জগতে যে রেষারেষি চলে সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।”

এই বিষয়ে তদন্ত করতে গিয়ে সম্প্রতি আদিত্য চোপড়া, সঞ্জয় লীলা বনশালি, রিয়া চক্রবর্তী সহ বিভিন্ন বিশিষ্ট জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। সঞ্জয় লীলা বনশালি এবং আদিত্য চোপড়া পরস্পর বিরোধী বয়ান দিয়েছেন, পুলিসের সূত্র মারফত জানা যাচ্ছে!

আরও পড়ুনঃ অপমান অবহেলা সহ্য করে আজ IAS অফিসার! জানুন কিভাবে জীবনে সাফল্য পেল এই ৩ফুটের মেয়ে

সুশান্ত সিং রাজপুতের ফ্যানেরা মনে করছেন যে সুশান্তের এরূপ অস্বাভাবিক মৃত্যুর পিছনে বড়োসড়ো হাত রয়েছে করণ জোহরের । কেননা করণ যে শুধুমাত্র স্টারকিডদেরই লঞ্চ করেন বলিউডে, এ নিয়ে করণের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ। সুশান্তের জীবিত থাকা অবস্থায় তাঁর অভিনীত শেষ ছবি ছিল ড্রাইভ। এই ছবির প্রতি প্রযোজক হিসেবে ছিলেন করণ জোহর। কিন্তু এই ছবিটি মুক্তি পায় নেটফ্লিক্সে। এই ছবির মুক্তি কেন নেটফ্লিক্সে করা হবে, সিনেমা হলে কেন নয়? তা নিয়ে করণের সঙ্গে ঝামেলা বাঁধে সুশান্তের। আসলে সুশান্ত কোনোভাবেই চাননি যে তার এই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাক। গত বছর মিডিয়াতে প্রকাশও হয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রির এই ভিতরের খবরটি ।

অপরপক্ষে, বলিউডের ভালো মুখোশ পরা মুভি মাফিয়াসুশান্তকে পরোক্ষভাবে হত্যা করেছে বলে বারংবার দাবি করেছেন বিখ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি জানান যে এর পিছনে বড় বড় হাত রয়েছে এবং তাদের মধ্যে আদিত্য চোপড়া ও করণ জোহরের নাম সামনে রেখেছেন তিনি।

আরও পড়ুনঃ দিল্লির রাজপথও যেনো সুশান্ত সিং রাজপুতের সিবিআই তদন্ত চাইছে!

সম্প্রতি গত শুক্রবারে ডিজনি হটস্টারে মুক্তি প্রাপ্ত সুশান্তের অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’ দর্শক মণ্ডলীর মনের এত আবেগ ও ভালোবাসা কেড়ে নিয়েছে যে, তার শেষ এই ছবিটি এরই মধ্যে বলিউডের বিভিন্ন রেকর্ড ভেঙে ফেলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম