fbpx
Sunday, August 1, 2021
Homeভাইরাল খবরটিয়া পাখির ভাষা শুনে হতবাক সবাই, অকথ্য ভাষায় কথা বলছে টিয়া পাখি

টিয়া পাখির ভাষা শুনে হতবাক সবাই, অকথ্য ভাষায় কথা বলছে টিয়া পাখি

নানা চিড়িয়াখানার নানা পশু পাখির নানা ভিডিও নিমেষেই ছড়িয়ে পরতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। পশু পাখির নানানা ভিডিও সমানতালে ভাইরাল হয়ে যায়। সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় একটি চিড়িয়াখানার কতগুলো টিয়া পাখির ভিডিও ঘুরছে। ভিডিওটি ইংল্যান্ড এর লিংকনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের । ভিডিওটিতে দেখা যাচ্ছে পাঁচটি টিয়া পাখি অদ্ভুত আচরণ করছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কয়েকটি টিয়া পাখি সামনে থাকা সবাইকে অকথ্য ভাষায় গালাগালি করছে। এই পাঁচটি টিয়া পাখি জাতে আফ্রিকান।এই পাঁচটি টিয়া পাখির নাম এরিক , জেড , এলসি , টাইসন , বিল্লি। পাঁচটি টিয়া পাখির এই ভাবে অকথ্য ভাষায় গালাগালি দেওয়া দেখে চিড়িয়াখানার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে তারা টিয়া পাখি গুলোকে চিড়িয়াখানায় রাখবেন না।চিড়িয়াখানার কর্তৃপক্ষ পাঁচটা টিয়া পাখিকে আলাদা আলাদা ভাবে রাখার ব্যবস্থা করলেন। কারণ টিয়া পাখিগুলো যখন একসঙ্গে থাকে তখনি নিজেরদের মধ্যে গুজগুজ করে আর অকথ্য ভাষায় গালাগালি করে। তাই চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানান , টিয়া পাখি গুলোকে এখন দর্শকের সামনে আনা যাচ্ছে না। কারণ টিয়া গুলো অভদ্র আচরণ করছে। টিয়া গুলো আবার ভালো ভদ্র ভাষায় কথা বলতে শুরু করলে তারপর চিড়িয়াখানায় আনা হবে। দর্শকের সামনে আনা হবে। চিড়িয়াখানার টিয়া গুলোর এইরকম অদ্ভুত আচরণ এর ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম