Home চাকরির সন্ধান পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ পূর্ব-মধ্য রেলওয়েতে! জানুন বিস্তারিত

পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ পূর্ব-মধ্য রেলওয়েতে! জানুন বিস্তারিত

বর্তমানে চাকরির বাজারে চাকরি পাওয়া ভীষণ কঠিন আর এই কঠিন পরিস্থিতিতেই চাকরি প্রার্থীদের জন্য এলো এক সুখবর। পূর্ব মধ্যে রেলওয়ে বিজ্ঞপ্তি জারি করলো পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ হবে। সরাসরি ইন্টারভিউ নিয়েই কর্মী নিয়োগ হবে কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হবে না। পূর্ণ সময়ের জেনারেল ডিউটি চিকিৎসক পদে নিয়োগ চলছে। সুযোগ পেলে পোস্টিং হবে পাটনার হাসপাতালে। এক বছরের জন্য নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি , যোগ্যতা ও অন্যান্য বিষয় হল।

ইন্টারভিউ এর তারিখ ও স্থান :- আগামী ৭ ই ডিসেম্বর। সকাল ১০ টা ৩০ মিনিট। পাটনায় অবস্থিত ECR এর সেন্ট্রাল এ কনফারেন্স হল।

বয়সসীমা :- ১২ নভেম্বর ২০২০ সাল পযন্ত সাধারণ প্রার্থীদের বয়স ৫৩ বছরের হতে হবে। ওবিসিদের জন্য তিন বছরের ছাড় দেওয়া হবে। এস. সি এবং এস. টি বয়সের পাঁচ বছরের ছাড় হবে। অবসরপ্রাপ্ত কেন্দ্র ও রাজ্যে সরকারি কর্মী ও রেলের অধিকারিকদের বয়সসীমা হলো ৬৫ বছরের মধ্যে হতে হবে।

পদ :- সিএমপি এর বিশেষজ্ঞ পদে একজন নিয়োগ করা হবে। এমবিবিএস এবং এমডি হতে হবে। সিএমপি এর বিশেষজ্ঞ পদে একজন নিয়োগ করা হবে। এমবিবিএস এবং ডিপ্লোমা বা চক্ষুবিদ্যায় মাস্টার অফ সার্জারি হতে হবে। সিএমপি পদে তিনজন নিয়োগ করা হবে। এমবিএস হতে হবে। প্রত্যেক প্রার্থীর MCI রেজিস্ট্রেশন থাকতে হবে।

বেতন :- সিএমপিরা প্রথম বছর মাসিক ৯৫০০০ টাকা বেতন পাবে। দ্বিতীয় বছর বেতন পাবে ১০৫০০০ টাকা। সিএমপিরা মাসে ৭৫০০০ টাকা বেতন পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম