Home আন্তর্জাতিক নববধূ'কে বাইক উপহার দিয়েছেন শশুর, ঘুরে বেড়ালেন সম্পূর্ণ শহরে

নববধূ’কে বাইক উপহার দিয়েছেন শশুর, ঘুরে বেড়ালেন সম্পূর্ণ শহরে

বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যে মাধ্যমে নানা জায়গার নানা ঘটনা সকলের চোখের সামনে চলে আসে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও পোস্ট করে ভাইরাল হয়ে যায়। রাতারাতি তার কর্মের জন্য তাকে সকলে চিনে ফেলে। তার নাম ও তার কর্মের ঘটনা নেট জগতে ছড়িয়ে পরে। প্রতিদিন নেটজগত সাক্ষী হয়ে রয় এই সব নিত্যনতুন ঘটনার। সম্প্রীতি এই রকমের একটি ঘটনার সাক্ষী হয়ে রইল নেটজগত।

ঘটনার ছবিটিতে দেখা যাচ্ছে একটি মেয়ে বাইক রেলি করছেন। সেদিন ছিল তার গায়ে হলুদ। ওই নববধূর নাম ফারহানা আফরোজ। আর গায়ে হলুদের দিন ফারহানা বাইক রেলি করছেন। আর তাকে বাইক উপহার দিয়েছেন তার শ্বশুর। 14 অগাস্ট ছিল ফারহানার বিয়ে এবং তার আগের দিন অর্থাৎ 13 অগাস্ট ছিল ফারহানার গায়ে হলুদ। সেই গায়ে হলুদের দিন ফারহানা তার বন্ধু দের নিয়ে বাইক রেলি করেন।

ফারহানা যশোর শহরের সার্কিট হাউস এলাকায়। আর বিয়ে হচ্ছে পাবনার কাশিনাথপুরের ছেলের সাথে। ছেলেটির নাম হাসনাইন রাফি। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। শশুরবাড়ির সাথে ফারহানার খুব ভালো সম্পর্ক আর তার এই বাইক রেলি নিয়ে তার শশুর এর কেনো সমস্যা নেই। একথা জানান তার শশুর। ফারহানার এই রকম গায়ে হলুদের দিন বাইক রেলি ছবি যা কেও সহজে ভাবতে পারে না। তা মুহূর্তেই ভাইরাল হল নেটদুনিয়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম