দেশের সুরক্ষা স্বার্থে যুদ্ধ বিমান ওঠা ও নামার জন্যে দেশের বিভিন্ন সড়ক গুলোকে বেছে নেওয়া হচ্ছে অর্থাৎ প্রয়োজন অনুযায়ী সড়কেও বিমান ল্যান্ড এর চিন্তা ভাবনা চলছে।
এর আগে ২০১৫ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জাতীয় সড়কের ওপরেই যুদ্ধ বিমান ওঠা নামার ব্যবস্থা করা হোক। তবে বর্তমান সময়ে দেশের বেশকিছু রাজ্যে এই ব্যবস্থা চালু হলেও পশ্চিমবঙ্গে এবারে এই রূপ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে ১০টির বেশি জায়গায় তৈরি হবে এই রানওয়ে এবং বায়ু সেনা ঘাঁটির কাছে থাকা যে সমস্ত জাতীয় সড়ক রয়েছে সেখানেই কিছু অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের দ্বারা তৈরি হবে যুদ্ধ বিমান ওঠা নামার ব্যবস্থা।
সুবিধার্থে জাতীয় সড়কের দুই লেনের মাঝের কংক্রিটের ডিভাইডার সরিয়ে ফেলা হচ্ছে। ৬০ নম্বর জাতীয় সড়কের দু’পাশের বাখরাবাদ থেকে পোক্তাপুল অব্দি এলাকায় দু দিকে প্রায় ৩০ মিটার করে জায়গা নেওয়া হবে সমান্তরাল ভাবে প্রস্তুত ৫ কিলোমিটার লম্বা আপাতকালীন রানওয়ে।
এর আগেও বহু দিন আগে এই পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারন বসত তা সম্ভব হয়নি তবে বর্তমানে ভারত চিন সম্পর্কের অবনতি এবং লাদাখ সীমান্তে বাড়তি উত্তেজনার দরুন এই কাজ দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে।খবর অনুযায়ী, এই কাজ শেষ করার মাত্র সাত মাসের সময় ধার্য করা হয়েছে।