Home বিনোদন মাঝ রাস্তায় সাপ এবং নেউলের হাড্ডাহাড্ডি লড়াই, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

মাঝ রাস্তায় সাপ এবং নেউলের হাড্ডাহাড্ডি লড়াই, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

বহু দিন থেকেই কোথাও ঝগড়াঝাটির ক্ষেত্রে একটি প্রবাদ বাক্য প্রচলিত আছে যে সাপে বেজিতে লেগেছে। সাপ আর বেজির ঝগড়া সবাই জানে। সাপ আর বেজি চিরকালের শত্রু। সাপ আর বেজি মুখমুখী হলেই হল রক্তারক্তি ঘটবেই।

এই রকমের একটি ঘটনার ভিডিও টুইটারে শেয়ার করলেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এর অফিসার ডক্টর আব্দুল কাযুম। 18 অগাস্ট ভিডিওটি শেয়ার করেছিলেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে। প্রচুর ভিউ হয়েছে ভিডিওটির। প্রচুর লাইক পড়েছে ভিডিওটিতে। অনেকেই অনেক মন্তব্য করেছেন ভিডিওটি দেখে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে রাস্তার মাঝে একটি সাপ ও বেজির মধ্যে তুমুল ঝগড়া লেগেছে। সাপটি প্রথমে বেজির ওপর আক্রমণ করে বেজিও ছেড়ে দেয় না বেজিও সাপের ওপর পাল্টা আক্রমণ করে। আক্রমণ এর জেরে সাপের প্রথমে লেজে আঘাত লাগে তারপর মাথায় আঘাত লাগে। এরপর সাপটি আর না পেরে লড়াই ছেড়ে চলে যেতে চায় কিন্তু বেজি কিছুতেই ছাড়বে না। সাপ টি যাতে পালতে না পারে তার জন্য বেজিটি সাপ টিকে মুখে নিয়ে পাশের জঙ্গলে লাফ দিয়ে ঢুকে যায়। এই লড়াই এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম