আলিপুরদুয়ার,নিজস্ব সংবাদদাতাঃ প্রতিটি গ্রাম ,শহর , জেলা ও রাজ্য সহ যখন গোটা বিশ্ব মারণ ভাইরাস করোনায় আক্রান্ত , সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ত্রাণ তহবিল গঠন করেন | এই ত্রাণ তহবিলে নিজেদের সামর্থ্য অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আর্থিক অনুদান প্রদান করেছেন|
বৃহস্পতি বার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লক নাগরিক যুব মঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করলো | কালচিনি ব্লকের নাগরিক যুব মঞ্চের সদস্যরা বৃহস্পতিবার সকালে সেই আর্থিক অনুদান তুলে দেন কালচিনির বিডিওর হাতে |এদিন তারা ৪১০০০ টাকার একটি চেক প্রদান করেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে | এলাকার বাসিন্দারা কালচিনির যুব মঞ্চের সদস্যদের এই বিরাট উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন|