শনিবার বান্দ্রা ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন কোর্টের তরফে পুলিশকে কঙ্গনা ও তাঁর দিদির বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।কঙ্গনার বিরুদ্ধে ধর্মীয় উত্তেজনার ছড়ানোর অভিযোগে এফআইআর দায়েরের নির্দেশ দিল মুম্বইয়ের আদালত। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দুই ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছেন কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেল এমনই অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
সাম্প্রদায়িক অন্তোষ ও ঘৃণা ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন কঙ্গনা ও রঙ্গোলি- এই অভিযোগ এনে কাস্টিং ডিরেক্টর তথা ফিটনেস ট্রেনার মুন্নাওয়ার্লি সৈয়দ মামলা দায়ের করেছিলেন আদালতে। কঙ্গনার টুইটের স্ক্রিনশর্ট নিয়ে তার ভিত্তিতেই অভিযোগ দায়ের করেন তিনি ,যা খতিয়ে দেখার পর এবার এবার এফআইআর দায়ের করার নির্দেশ দিল আদালত।
এদিন নিজের রায়ের কপিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জায়দেও খুলে জানান- ‘প্রাথমিকভাবে যা অভিযোগ জমা পড়েছে তাতে অভিযুক্ত শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেই উঠে আসছে। ইলেকট্রনিক মিডিয়াতে করা মন্তব্যের ভিত্তিতে এই অভিযোগ- টুইটার এবং নানান সাক্ষাত্কার। অভিযুক্ত টুইটারের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন। যদিও এই নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন বিশেষজ্ঞদের দ্বারা… অনুসন্ধান এবং প্রমাণ বাজেয়াপ্ত করা জরুরি’।ধারা ২৯৫, ১৫৩ এ ও আইপিসির ১২৪ এ (রাষ্ট্রদ্রোহিতা) অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। এরসঙ্গে নাম জড়িয়েছে তাঁর দিদি রঙ্গোলী চান্দেলেরও। কারণ তিনি কঙ্গনার ম্যানেজার। ফলে সোশ্যাল পোস্টের দায় খানিক হলেও তাঁর ওপরেও বর্তায়।