সল্টলেকের এফডি ব্লকের পুজো মণ্ডপ,সকালবেলাই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই,আজ সকাল ৬টা ২০ মিনিট নাগাদ মণ্ডপ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।জানা গিয়েছে,মণ্ডপের প্রতিমা এখনও নিরঞ্জন করা হয়নি, তবে প্রতিমা কি অবস্থায় রয়েছে সেই সম্পর্কে বিশদ কিছু এখনো জানা যায়নি।কি কারন বসত এই অগ্নিকান্ড সেটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে।
জানা গিয়েছে,আজকেই প্রতিমা বিসর্জনের কথা ছিল কিন্তু তার আগেই এরকম এক অগ্নিকাণ্ডের জেরে হতভম্ব হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।ঘটনাস্থলে ৩টি দমকলের ইঞ্জিন পৌঁছায় এর পর দমকল কর্মীদের তৎপরতায় ধীরে ধীরে সেই ভয়ঙ্কর আগুন নিয়ন্ত্রণে চলে আসে।ঘটনা খতিয়ে দেখতে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তবে পূজো মণ্ডপের সিসি টিভি ক্যামেরা দেখলেই হয়তো আগুন লাগার কারন জানা সম্ভব হবে। পূজো কমিটির সদস্যদের অভিযোগ, তারা মনে করছে পরিকল্পিত ভাবে কেউ এই আগুন লাগিয়েছে, তবে পুলিশ আগুন লাগার কারন খতিয়ে দেখছে।