fbpx
Thursday, July 29, 2021
Homeবিনোদনআরবাজের সঙ্গে অন্য মহিলাকে দেখে আগুন পত্নী

আরবাজের সঙ্গে অন্য মহিলাকে দেখে আগুন পত্নী

বলিউড এর জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী আরবাজ খান ও মালাইকা। যদিও একসময় এরা দুজনে ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রী ছিলেন। তাদের বিবাহিত সম্পর্ক ছিল। আরবাজ খানের সঙ্গে বিজ্ঞাপন এর শুটিং এ প্রথম দেখা হয়েছিল। তারপর সেখান থেকে তাদের প্রেম শুরু হয় তারপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ১৮ বছর তারা একসঙ্গে সংসার করেছিল। কিন্তু চার বছর আগে তাদের সম্পর্কে ভাঙ্গন ধরে। ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

 

 

১৮ বছর তারা একসঙ্গে সংসার করলেও বর্তমানে তারা আলাদা। সম্প্রীতি সূত্রে খবর , মালাইকা তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামীর সঙ্গে অন্য কোনো মহিলাকে কোনো মতেই সহ্য করতে পারেন না। বিবাহ বিচ্ছেদ ঘটলেও তাদের ছেলের জন্য তাদের মধ্যে এখনো বন্ধুত্বের সম্পর্ক আছে। আরবাজ এর সমন্ধে অন্য মহিলার সাথে ঘনিষ্টতা ছাড়াও আরবাজকে নিয়ে কেউ কিছু বললে মালাইকা অস্বস্তি অনুভব করে। সূত্রে খবর , সুপার মডেল উজ্জ্বল রাউত এর সঙ্গে আরবাজ এর ঘনিষ্টতা নাকি মেনে নিতে পারেননি।

 

 

সুপার মডেল উজ্জ্বল রাউত এর সঙ্গে আরবাজ এর গা ঘেঁষা সেলফি দেখে রেগে আগুন মালাইকা। প্রাক্তন স্বামীর সাথে অন্য মহিলাকে দেখলে ঈর্ষা বোধ করেন মালাইকা। মালাইকার কাছে বিয়ে , সন্তান লিভইন সবই মামলি ব্যাপার। প্রাক্তন স্বামীর প্রতি এখন মালাইকা অনেকটাই দুর্বল। এই দেখে নেট জনতার একাধিক প্রশ্ন তুলছেন , তবে কি বিবাহ বিচ্ছেদ এর পরও মালাইকা প্রাক্তন স্বামীর প্রতি অধিকার বজায় রাখতে চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম