ভাগ্যের চাকা কখন কিভাবে ঘুরে যাবে তা কেউ আগে থেকে বলতে পারে না। ভাগ্যে ভালো সময় ফিরে আসা অনেক অর্থ লাভ করা যদি লেখা থাকে তাহলে তা একদিন ঠিক ঘটবে। ভাগ্যে কিভাবে ভালোর দিকে ঘুরে যায় যা আপনি ভাবতেও পারবেন না। ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে না রাতারাতিই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এই রকমভাবে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গেলো এক পরিবারের। ওই পরিবারের এক বৃদ্ধা মাছ ধরতে যান সাগরদ্বীপে। বৃদ্ধার নাম পুষ্প কর। তিনি তার দুই ছেলে নিয়ে আর্থিক অভাব অনটন এর মধ্যে দিন কাটান। বৃদ্ধার বাড়ি চকফুলডুবিতে।
বৃদ্ধা সকালে সাগরদ্বীপে চকফুলডুবিতে পেলো ৫২ কেজি ওজনের একটি ভোলা মাছ। আর সেই মাছ তার ভাগ্যে পাল্টে দিলো। ওই মাছ বিক্রি করে ওই গরিব পরিবার অনেক অর্থ পেলো। জানা গেছে জাহাজের সাথে ধাক্কা লেগে ভোলা মাছটি পারের দিকে চলে আসে আর তারপর প্রতিদিন এর মতো ওই বৃদ্ধা যখন মাছ ধরতে গেলেন তখন তার জালে এই ভোলা মাছ আটকে পরে।
মাছটি ধরা পরার পর পুরো গ্রামবাসী মাছটি দেখতে আসেন। গ্রামে এতো বড়ো বিশাল আকৃতির মাছটি নিয়ে রীতিমতো হইচই পরে যায়। বিশাল আকৃতির ভোলা মাছ দেখার জন্য রীতিমতো ভিড় জমে যায়।সকলেই চায় ভোলা মাছটি কিনতে তারপর ভোলা মাছটি প্রতি কিলো ৬২০০ টাকা দরে পুরো ৩ লক্ষ ৩০ হাজার ২০০ টাকাতে বিক্রি হল। এই ভোলা মাছ বিক্রি করে পুষ্পদেবী রাতারাতি লাখপতি হয়ে গেলেন।
চকফুলডুবি গ্রামের লোকজন বলতে শুরু করলো ভোলা মাছ পুষ্পদেবীর ভাগ্যে ফিরিয়ে আনলো। গ্রামের বাসিন্দারা বলতে লাগলেন মাছ বিক্রি করে পুষ্পদেবী বড়োলোক হয়ে গেলেন। পুষ্প বললেন এত বড়ো আকৃতির ভোলা মাছ তিনি আগে দেখেননি। বিশাল আকারের এই ভোলা মাছ বিক্রি করে পাওয়া ৩ লক্ষ ৩০ হাজার ২০০ টাকা এক নিমেষেই পুষ্পদেবীর জীবনে দারিদ্রতা ঘোচালো।