Flipkart নিয়ে এলো এক বিরাট অফার। অনলাইন শপিং প্রায় সকলেই করেন বর্তমান পরিস্থিতিতে অনলাইন শপিং এর ওপর প্রায় সবাই ভরসা করে আছেন। পুজোর আগে শপিং এর জন্য এক বিরাট অফার আনতে চলেছে Flipkart বিগ সেভিং ড্রেস এর ক্ষেত্রে। আপনাদের জন্য আছে এক বিরাট সুযোগ। এক টাকায় চটপট করে ফেলুন মনের মতো শপিং।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বিশেষ অফার শুরু হতে চলছে Flipkart এ। বিভিন্ন ইলেকট্রিক জিনিসের ওপর পেয়ে যাবেন বিরাট ছাড়। মোবাইল , ট্যাব ও অন্যান্য ইলেকট্রিক জিনিসে থাকবে বিশেষ অফার। এই অফার চলবে ২০ সেপ্টেম্বর পযন্ত। ক্রেতারা অনেক কম দামে জিনিস কিনতে পারবেন। এই সেলে জিনিস কেনার জন্য ক্রেতারা মাত্র ১ টাকা দিয়ে জিনিস অগ্রিম বুক করতে পারবেন।
আপনি কোনো জিনিস কিনতে চাইলে ১৫ বা ১৬ তারিখ প্রি বুক করতে পারেন Flipkart এ আপনি মাত্র ১ টাকা দিয়ে প্রি বুক করতে পারেন। তারপর ১৮ সেপ্টেম্বর এর মধ্যে বাকি টাকা দিয়ে দিলেই হবে। আপনি যদি SBI কার্ড দিয়ে শপিং করেন তাহলে আপনার জন্য থাকবে আরও ছাড়। আপনি SBI কার্ড দিয়ে শপিং করলে আরও ১০ % ছাড় পাবেন।
এছাড়াও থাকছে আপনার জন্য EMI এর সুবিধা। ফ্লিপকার্ট এখনো জানায়নি কোন ব্রান্ডের ইলেকট্রিক জিনিসে ঠিক কত শতাংশ ছাড় থাকবে । তবে ইলেকট্রিক জিনিসে থাকবে নো কস্ট EMI এবং ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে থাকছে এক্সচেঞ্জ অফার। Flipkart নিয়ে এসেছে বড়ো ধামাকা অফার। চটপট তৈরী হয়ে যান এই অফার এর জন্য। Flipkart খুলুন ও এই অফার লুটে নিন।