fbpx
Sunday, July 25, 2021
Homeদেশওড়িশায় দেখা দিল বিরল প্রজাতির উড়ন্ত সাপ! ভিডিও দেখে সবাই অবাক

ওড়িশায় দেখা দিল বিরল প্রজাতির উড়ন্ত সাপ! ভিডিও দেখে সবাই অবাক

সোশ্যাল মিডিয়া বর্তমানে এমন একটি জনপ্রিয় মাধ্যম যে মাধ্যমে নেটিজেনেদের চোখে নানা প্রান্তের নানা ঘটনা এসে ধরা দেয়। কিছু কিছু ঘটনা নেটিজেনেদের একেবারে বাকরুদ্ধ করে দেয়। কিছু ঘটনা দেখে নেটিজেনেরা হতবাক হয়ে যান। তারা ভাবেন যুগের এতো পরিবর্তন এর পর আজও কি এই ঘটনা ঘটা সম্ভব। সে নিয়ে নানা প্রশ্ন উঠে আসে।

গল্প কথায় অনেক ঘটনা শোনা যায় কিন্তু আপনারা যুগ এখন উন্নত হয়েছে তাই ওগুলো এখন গল্প কথাতেই বাস্তবে সম্ভব না কিন্তু যুগ যতই উন্নতি হোক না কেন প্রকৃতির কাছে মানুষ আজও তুচ্ছ। তাই তো প্রকৃতির নানা অদ্ভুত ঘটনা আজও দেখা যায়।

সম্প্রীতি ওড়িশায় এরকম এক অদ্ভুত ঘটনা দেখা গেলো। ওড়িশার এক ভিডিওটিতে দেখা যাচ্ছে এক উড়ন্ত সাপ। হ্যা আপনারা অবাক হলেও সত্যিই ভিডিওটিতে উড়ন্ত সাপ দেখা যাচ্ছে। আর সেই উড়ন্ত সাপ এর ভিডিওটি মুহূর্তে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

আর নেটদুনিয়া ভিডিওটিতে উড়ন্ত সাপ দেখে অবাক হয়ে যাচ্ছেন। তারা ঠিক দেখছে তো উড়ন্ত সাপ। ওড়িশার ভুবনেশ্বরে এক তরুণ এই উড়ন্ত সাপ দেখিয়ে টাকা উপার্জন করেন। এই উড়ন্ত সাপ দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায়।

এই সাপ সাধারণ সাপের তুলনায় একটু ছোট। টিকটিকি , ব্যাং , পাখি খেয়ে এই সাপ বেঁচে থাকে। এই ধরণের সাপ ভারতে দেখা যায় না। এই সাপটিকে বন দপ্তর থেকে এসে নিয়ে গেছে কারণ বন দপ্তরের নিয়ম অনুসারে কোনো বন্য পশু আটকে রাখা বা সেটিকে দেখিয়ে টাকা উপার্জন করা অন্যায় তাই বন দপ্তরের থেকে কর্মী এসে সাপটিকে নিয়ে যায়।

এই ধরণের বিরল জাতীয় সাপ আটকে রেখে ব্যবসা করা আইনত অপরাধ তাই সাপ টি বন দপ্তরের থেকে লোক এসে নিয়ে যায়।ইতিমধ্যেই এই সাপটি ওই তরুণ কোথায় পেয়েছে তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম