fbpx
Saturday, July 24, 2021
Homeভাইরাল খবরবিষধর সাপ'কে নিজের হাতে জল খাওয়াচ্ছেন এক বনকর্মী! ভাইরাল ভিডিও

বিষধর সাপ’কে নিজের হাতে জল খাওয়াচ্ছেন এক বনকর্মী! ভাইরাল ভিডিও

সাপ এর ভয় প্রায় সকলেই পায়। বিষাক্ত সাপ কামড়ালে প্রাণে বেঁচে ওঠা মুশকিল। বর্ষাকাল এ অনেকেই বাড়ির বাইরে বের হতে চায়না সাপ এর ভয়ে। এই বিষাক্ত সাপ এর মধ্যে অন্যতম হল কেউটে সাপ। কেউটে সাপ কামড়ালে বেঁচে ওঠা মুশকিল। আমাদের রাজ্যে সাপ এর কামড়ে অনেকের মৃত্যুই ঘটে। তাই সাপ দেখলে সকলেই তার থেকে দূরে সরে যায় ভয়ে কোথায় লুকোবে খুঁজে পায়না

কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটি কেউটে সাপকে জল খাওয়াচ্ছে। বনদপ্তরের একজন অধিকারীক ফনা উঠিয়ে থাকা একটি কেউটে সাপ এর তৃষ্ণা মেটাতে জল খাওয়াচ্ছে ।

সাপটি ফনা তুলে বসে আছে আর ওই বনদপ্তরের অধিকারী তাকে জল খাওয়াচ্ছে। ভিডিওটি কয়েকমাস আগের কিন্তু সম্প্রীতি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। বনদপ্তরের এক অধিকারীক কেউটে সাপটির সামনে জলের বোতল ধরে রেখেছেন আর সাপটি জল পান করছে।

ভিডিওটি শেয়ার করেছেন একজন আইএএস অফিসার। অফিসার এর নাম আওয়ানিস সরন। ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন , ‘ এইরকম ভিডিও হয়তো এর আগে কেউ কখনো দেখে নি ‘। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে বনদপ্তরের ওই অধিকারী খুবই দক্ষ। ওই অধিকারীকের প্রশিক্ষণ দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে। তিনি নির্ভয়ে সাপটিকে জল খাওয়াচ্ছেন।

ভাইরাল হওয়া এই ভিডিওটি নেটিজেনেদের নজর কারে। অনেকেই বনদপ্তরের এই অধিকারীর সাহস দেখে অবাক হয়ে গেছেন। কেউটে এর মতো বিষধর সাপকে বোতল ধরে জল খাওয়ানো সত্যিই অবাক করার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম