বিশ্বজুড়ে করোনা সংক্রমণের হাত থেকে সাধারণ মানুষদের রক্ষায় এগিয়ে এসেছেন প্রথম শ্রেণীর যোদ্ধারা যেমন, ডাক্তার, নার্স, পুলিশ প্রশাসন আরও অনেকেই। তারই পাশে সাধারণ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনেরাও।
আলিপুরদুয়ার জেলার একটি অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘গণজাগরণ মঞ্চ’যারা জেলা জুড়ে করোনা সংক্রমণ থেকে মানুষদের রক্ষা করতে এগিয়ে এসেছে,করোনা মহামারীর প্রথম পর্যায় থেকে শুরু করে এখনো তারা জেলার বিভিন্ন স্থানে স্যানিটাইজিং সহ সাধারণ মানুষদের পাশে থেকে কাজ করে চলছে। এইদিন আলিপুরদুয়ার গণজাগরণ মঞ্চের জটেশ্বর শাখার সদস্যরা সাধারণ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে, জটেশ্বর এলাকার বিভিন্ন এলাকা স্যানিটাইজ করা সহ সাধারণ মানুষদের মাস্ক পড়ানো থেকে শুরু করে জনসচেতনতার বার্তা মানুষের সামনে তুলে ধরা হয়েছে।
এইদিন গণজাগরণ মঞ্চের জটেশ্বর ইউনিট এর সদস্যেরা সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি শিব মন্দির , সেন্ট্রাল ব্যাংক , থানা , পোস্ট অফিস , বাজার সংলগ্ন জায়গাগুলি স্যানিটাইজ করা হয়। এছাড়া রাস্তায় চলাচল করা সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয় এবং বিভিন্ন খাবারের দোকানে কর্মরত স্টাফদের হেডক্যাপও বিলি করা হয়। উক্ত এই সমাজকল্যাণমূলক প্রচারে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের সম্পাদক নবকুমার ভট্টাচার্য , সচিব বাবুন দাস ,প্রমুখ।