Home ভাইরাল খবর টিউবওয়েল থেকে জলের বদলে বের হচ্ছে গ্যাস, ফ্রি'তে রান্না করছে গোটা গ্রাম

টিউবওয়েল থেকে জলের বদলে বের হচ্ছে গ্যাস, ফ্রি’তে রান্না করছে গোটা গ্রাম

এক তাজ্জব ঘটনার সাক্ষী থাকলো গ্রামবাসীরা, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটার খড়িবেড়িয়ায় যেখানে একটি টিউবওয়েল থেকে জলের বদলে বের হচ্ছে গ্যাস!ঘটনার সাক্ষী থাকতে স্থানীয় লোকেরা সেখানে ভীড় জমায় এবং বেশকিছু মানুষ সেই গ্যাস এর মাধ্যমে সুস্বাদু খাবার রান্নায় মেতে ওঠেন।

জানা গিয়েছে,গ্রামের মানুষদের সুবিধার জন্য দু’মাস আগে একটি সাবমার্শিয়াল টিউবওয়েল তৈরি হয়। আর তারপর থেকেই এই টিউবওয়েল থেকে জলের বদলে বের হচ্ছে গ্যাস। এর পরেই ওই টিউবওয়েলের পাইপের আশেপাশে আরও কয়েকটি পাইপ লাগিয়ে ফেলে স্থানীয় বাসিন্দারা। সেই পাইপ থেকেও গ্যাস বের হতে থাকে। তাই কি শেষ? একদমই নয় উৎসাহিত কিছু গ্রামের মানুষ ওই গ্যাস কাজে লাগিয়ে রান্নার কাজও শুরু করে দেয়।

স্থানীয় সূত্রে খবর, ১০০০ ফুটের গভীরতা যুক্ত ওই টিউবওয়েল হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফে বসানো হয়েছে।কিন্তু গ্রামবাসী টিউবওয়েল থেকে জল এর সাথে সাথে গ্যাসের সুবিধাও পাচ্ছে বর্তমান সময়ে আর তারই সঠিক উপযোগ করে সেই গ্যাসকে রান্নার কাজেই ব্যাবহার করছে সেখানকার মানুষ।মাছের ঝোল, ভাত থেকে শুরু করে রাস্তার ধারে চায়ের দোকানে চা তৈরি হচ্ছে ওই গ্যাসেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম