fbpx
Sunday, July 25, 2021
Homeবিনোদনসামনের মাসেই দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন উত্তমকুমারের নাতি

সামনের মাসেই দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন উত্তমকুমারের নাতি

আগামী ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পরতে চলেছে টলিউড এর গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। আড়াই বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা তবে এবার তারা সেই প্রেমের সম্পর্ককে বিয়েতে পরিণতি দেবেন।

গৌরব চট্টোপাধ্যায় উত্তম কুমার এর নাতি এবং দেবলীনা কুমার তৃণমূল নেতা দেবাশিস কুমার এর মেয়ে। দেবলীনা নিজে ক্যালকাটা টাইমসকে নিজে নিশ্চিত করে বলেছেন যে ১৫ তারিখে তাদের বিয়ের রেজিস্ট্রি। এবং ৯ তারিখে তাদের দুই পরিবার ও কিছু কাছের বন্ধুদের নিয়ে বিয়ে সেরে নেবেন। যদিও এর আগে কথা ছিল ২৫ ডিসেম্বর ঘটা করে বিয়ে করবেন কিন্তু করোনা অবহে তারা সেই পরিকল্পনা বাতিল করেছেন। এই নিয়ে দ্বিতীয়বার বিয়ে করছেন দেবলীনা।

এর আগে ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বিয়ে হয়েছিল গৌরব এর। তিন বছর পর সেই সম্পর্ক ভেঙে যায় তার। তারপর আবার নতুন করে সম্পর্কে বাধঁতে চলেছেন গৌরব। তবে বিয়ের তোড়জোড় এর মধ্যেও দুজনেই ব্যাস্ত তাদের শুটিং নিয়ে। রেজিস্ট্রির দিনও রয়েছে শুটিং এর কাজ। তবে বিয়ে ৯ ডিসেম্বর ধুমধাম করে না করলেও তারা ঠিক করেছেন আগামী বছর মার্চে তারা বিয়ের গ্রান্ড রিসেপশন দিবে। দেরিতে হলেও সেলিব্রেশোন এ কোনো খামতি থাকবে না। সব আত্মীয়স্বজনরা যাতে তাদের বিয়ের আনন্দে সামিল হতে পারে তাই তারা আগামী বছর গ্রান্ড সেলিব্রেশোন এই আয়োজন করেছেন।

বিয়ের পর দেবলীনা ভবানীপুর এর গৌরব এর পৈতৃক বাড়িতে গিয়ে উঠবেন। নিজের বাবা মাকে ছেড়ে একবারে চলে যেতে হবে বলে অনেকটা মন খারাপ দেবলীনার। গৌরবের বোন মৌ এর বিয়েতে আলাপ হয়েছিল গৌরবের সঙ্গে দেবলীনার। আসলে দেবলীনা গৌরব এর বোন মৌ এর বান্ধবী। মৌ এর বিয়ের সংগীতের অনুষ্ঠানে দেবলীনার ডান্স পার্টনার ছিলেন গৌরব। আর এবার এই দুইজন তাদের নিজেদের জীবন এক সূত্রে বাধঁতে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম