Home ভাইরাল খবর পাইথনের সাথে রোজ সাঁতার কাটে ৮ বছরের তরুনী! দেখুন ভিডিও সহ

পাইথনের সাথে রোজ সাঁতার কাটে ৮ বছরের তরুনী! দেখুন ভিডিও সহ

সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যমে যে মাধ্যমের দ্বারা পৃথিবীর নানা প্রান্তের নানা রকমের ঘটনার ভিডিও নেটিজেনেদের চোখে পরে। আর এমন সব ভিডিও চোখে পরে যেসব ভিডিও দেখে নেটিজেনেরা রীতিমতো অবাক হয়ে যান। এমন ঘটনা ঘটতে পারে এটা ভেবে তারা হতবাক হয়ে রয়। আর মুহূর্তে সেইসব ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে।

সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে একটি বিশাল পাইথন সাপের সঙ্গে সাঁতার কাটছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বড়ো হলুদ রঙের পাইথন সাপের সঙ্গে সুইমিংপুলে সাঁতার কাটতে নেমেছে একটি মেয়ে।

সাপটি তাদের পোষ্য সাপ। সাপটি ১১ ফুটের। আর এই সাপটি ছোটবেলার সাথী মেয়েটির। বাড়িতে সাধারণত দেখা যায় হাস , মুরগি , গরু , ছাগল , কুকুর ইত্যাদি পশু পোষে। কিন্তু এই রকমের ব্যতিক্রম ঘটনা যেখানে নাকি একটি পাইথন সাপ বাড়িতে পুষছেন। সেটা দেখে সকলেই রীতিমতো অবাক হয়ে রইলেন। সাপটির নাম বেলে। এই নামকরণ এর ক্ষেত্রে একটি কাহিনী রয়েছে তা হল ‘ ওয়াল্ট ডিজনির অনিমেশোন ফিল্ম বিউটি এন্ড দা বিস্ট ‘ হলুদ পোশাক পরিহিত এক মহিলার নাম ছিল বেলে। সেই থেকেই এই সাপটির নামকরণ করা হয়েছে বেলে।

বড় পাইথন সাপ দেখে যেখানে বড়ো বড়ো লোকেরা কোথায় ছুটে পালাবে সেটা বুঝতে পারে না। সেখানে দেখা যাচ্ছে এক ছোট্ট মেয়ে পাইথন সাপ এর সঙ্গে সাঁতার কাটতে নেমেছেন। যা রীতিমতো হতবাক করেদিয়েছে নেটিজেনেদের। বাচ্চা মেয়েটি ছোট থেকেই এই পাইথন সাপটির সাথে থাকতে থাকতে সাপটি তার বন্ধু হয়ে উঠেছে। এই রকমের তাজ্জব লাগার মতো ঘটনার ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম