fbpx
Saturday, July 24, 2021
Homeদেশসমুদ্রের জলে ভেসে আসছে সোনা, আর তা কুড়োতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত...

সমুদ্রের জলে ভেসে আসছে সোনা, আর তা কুড়োতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভির সমুদ্রতটে

অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী সমুদ্রতীরে জমেছে লোকের ভিড়। বৃহস্পতিবার বিকেলের দিকে সেখানে উঠেছিলে প্রবল ঝড়। এটা কোনো বড় বিষয় নয় কারণ প্রতিবার কোনো না কোনো সময় ঝড় উঠেছে এই গোদাবরী সমুদ্রতীরে। শুধ ঝড়েই সীমাবদ্ধতা নেই ঝড়ের কারণে বন্যাও হতে থাকে।শোনা যায় এই বন্যার জলে ভেসে আসে সোনসহ আরও বহু মূল্যবান রত্ন। এইবারও এর কোনো ব্যাতিক্রম হয়নি।

বৃহস্পিবারের পরাক্রমী ঝড়ের প্রকোপে জলমগ্ন হয়ে পড়েছিল স্থানীয় এলাকা। জানা যায় ঝড়ের নাম ছিল ‘ নিভার ‘। শনিবার সকালের দিকে জল একটু নামতেই স্থানীয় বাসিন্দারা সোনা ও রত্নের সন্ধানে জমা হয়েছে সমুদ্রতীরে। শুধু সোনা ও রত্নই না সাথে সাথে মিলছে অনেক ধরনের মূল্যবান ধাতুও। অনেক স্থানীয় বাসিন্দারা হলুদ রঙের ধাতব পদার্থ পেয়ে বাড়ি ফিরে এসেছেন যদিও সেগুলো যে কোনো মূল্যবান পদার্থ তা এখনো প্রমাণিত হয়নি।

কি এই ঘটনার রহস্য? কিভাবে গভীর সমুদ্রে ভেসে উঠছে এই সোনা। সেখানকার সাধারণ মানুষের মুখেই শোনা যায় এলাকার বিভিন্ন প্রাচীন মন্দিরগুলি ঝড়ে জলমগ্ন হয়ে পড়লে সেখান থেকেই ভেসে আসে এইসব পদার্থ। ঝড়ের প্রবল হাওয়ার দাপটে যেই মানুষেরা দাড়াতে পারছিলেন না সেই তারাই ভর হতে না হতে রত্ন খোঁজে বেরিয়ে পড়েছে যা একটু অবাকই করেছে স্থানীয় প্রশাসনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম