fbpx
Saturday, July 24, 2021
Homeবিনোদনমাধুরী প্রেমীদের জন্য সুখবর!

মাধুরী প্রেমীদের জন্য সুখবর!

মাধুরী প্রেমীদের জন্য সুখবর!

ফের বড়ো পর্দায় মাধুরী!সঞ্জয় লীলা বনশালির সাথে ফের বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী মাধুরী। খবর প্রকাশ্যে আসতেই কৌতুহল দর্শকদের মধ্য। সূত্র মারফত জানা গিয়েছে,সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘হিরা মান্ডি’ ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন মাধুরী।সেই মত পরিচালকের সঙ্গে কথা ও বলেছেন অভিনেত্রী। সিরিজে মাধুরী ছাড়াও অভিনয় করবেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশি।অভিনেতা হিসেবে কার্তিক আরিয়ানও ওই ওয়েব সিরিজে থাকতে পারেন বলে সূত্রের খবর।

 

 

সম্ভবত নেটফিক্সে মুক্তি পাবে এই সিরিজ। সিরিজে একটি মুজরা নাচের সিকোয়েন্স রয়েছে, যা মাধুরীই সব থেকে ভালো ফুটিয়ে তুলতে পারবেন বলে দৃঢ় বিশ্বাস বনশালির। সেই অনুযায়ী প্রস্তাবও গিয়েছে নায়িকার কাছে।২০০২ সালে সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ ছবিতে ‘লার্জার দ্যান লাইফ’ ক্যানভাসের সঙ্গে মাধুরীর অসামান্য ক্লাসিক্যাল মুজরা নাচের সমন্বয় এক ম্যাজিক্যাল মুহুর্ত তৈরি করেছিল যা দর্শকদের মন জয় করেছিল সিনেমায় অভিনেত্রী মাধুরীর ক্লাসিক্যাল ডান্স এবং অভিনয় ‘চন্দ্রমুখী’ চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন। সূত্রের খবর,মাধুরীর তরফেও ‘হিরা মান্ডি’ ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাবে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে।দেবদাসের পর অনেক বছর বাদে আবারও নয়া জুটি,এখন দেখবার বিষয় এই জুটি দর্শকের হৃদযয়ে কতটা স্থান দখল করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম