আবারও ভারতীয় সেনাদের তৎপরতায় সফলতা।কাশ্মীরের বন্দিপোরায় সেনাদের তৎপরতায় গোপন সূত্রে খবর পেয়ে, ৫জঙ্গিদের গ্রেফতার করা হয়।ঘটনায় পুলিশ জানিয়েছে,গ্রেফতার হওয়া জঙ্গিরা উইলাহ আল হিন্দ নামে এক সংগঠনের মডিউল জঙ্গি এবং যাদের মধ্যে একজন রয়েছে শ্রীনগরের বাসিন্দা এবং বাকিরা সকলেই স্থানীয়। ধৃত জঙ্গিদের কাছ থেকে গুলি, নিষিদ্ধ সব সামগ্রী সহ আইএসজেকের পতাকা উদ্ধার হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে পরিকল্পনা মাফিক সেই ৫জন জঙ্গিদের গ্রেফতার করে তাদের সমস্ত পরিকল্পনাকে বানচাল করা হয় এবং সাথেই গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদের দ্বারা আরও কেউ তাদের সাথে জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী,গ্রেফতার হওয়া জঙ্গিরা সেনাদের ক্যাম্প বা সেনাদের ওপর আক্রমনের পরিকল্পনা করতেই একসাথে মিলিত হয়েছিল।তবে সর্বদা তৎপর ভারতীয় সেনারা তাই সহজেই সেই দুষ্কৃতীদের পাকড়াও করা সম্ভব হয়েছে।
Five members of the #IslamicState of #JammuAndKashmir (ISJK), who had planned to attack an #Army camp in #Kashmir valley, were arrested by the police from Bandipora district on Saturday.@JmuKmrPolice pic.twitter.com/0ZOQEgY2co
— IANS Tweets (@ians_india) August 22, 2020
এর আগেও বেশকিছুদিন আগেই পাঁচজন কুখ্যাতি জঙ্গিদের খতম করে ভারতীয় সেনারা,এছাড়াও দিল্লিতে গত শুক্রবারেই আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করার ঘটনা সামনে এসেছে। আর এর পরেই আবারও ৫জন জঙ্গিকে কাশ্মীর থেকে পাকড়াও করার ঘটনা রীতিমতো ভারতীয় সেনাদের বড়ো সাফল্য বলে মনে করা হয়।
Official sources said that acting on a specific input, the Bandipora dist police arrested 5 terror associates of ISJK or Wilayah-al-Hind, the regional branch of the pan-Islamist terror group, #ISIS.
4 of them are from diff places in Bandipora & 1 is from #Srinagar, sources said. pic.twitter.com/SGdj9bZA0n
— IANS Tweets (@ians_india) August 22, 2020