জম্মু-কাশ্মীরে সেনাবাঙ্কারে হামলা চালিয়েছিল লস্কর-ই-তৈবা জঙ্গিরা, জঙ্গিদের সেই হামলায় চারজন নিরাপত্তারক্ষীরা শহীদ হয়েছেন।শহীদ নিরাপত্তারক্ষীদের মধ্যে রয়েছেন, একজন এসপিও, দুজন সিআরপিএফ কনস্টেবল এবং একজন সেনা জওয়ান।সোমবার সকাল থেকে শুরু করে রাত ৮.৪৫মিনিট অবধি বারামুল্লা জেলায় সেনা এবং জঙ্গিদের মধ্যে চরম গোলাগুলি হয়, এর পরেই হামলায় একজন সেনা গুরুতর আহত হলেও সেনাদের তৎপরতায় মোস্ট ওয়ান্টেড জঙ্গি সহ ৩জন লস্কর-ই-তাইবা জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা।
ভারতীয় সেনাদের এই অপারেশনে ভারতীয় সেনারা শত্রুদের খতম করে আরও একবার জঙ্গিদের পরিকল্পনায় জল ঢেলে দেয়।ঘটনায় জম্মুকাশ্মীরের পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানান,সেনা ও জঙ্গিদের লড়াইয়ে মোট ৩জন জঙ্গিদের খতম করা হয়েছে,তিনজন জঙ্গিদের মধ্যে মোস্ট ওয়ান্টেড জঙ্গি সাজাদ ওরফে হায়দার কে খতম করেছে সেনারা।জানা গিয়েছে, খতম হওয়া জঙ্গি সাজাদ ওই উপত্যকার একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল এবং সে কাশ্মীরের তরুণদের বুরহান ওয়ানির ধাঁচে জঙ্গি কার্যকলাপে সামিল করিয়ে দেশ বিরোধী মনোভাবের সৃষ্টি করতো।
সোমবারে সকালেই ঘটনার সূত্রপাত জানা গিয়েছে, তিনদিম গ্রামে অবস্থিত চেকপোস্টে সিআরপিএফ কনস্টেবল খুরশিদ খান,এফপিও মুজফ্ফর আহমেদ এবং লবকুশ সুদর্শন শর্মাকে নির্মমভাবে হত্যা করে সাজাদ সহ সেই বাকি লস্কর-ই-তাইবা জঙ্গিরা। এর পরেই ভারতীয় সেনারা তাদের পাল্টা জবাবে সারাদিন ধরে চলা গালিবাজির পর সন্ধে নাগাদ সেই মোস্ট ওয়ান্টেড জঙ্গি সাজাদ সহ বাকি জঙ্গিদের খতম করে ভারতীয় সেনা।