বর্তমানে চুলের সমস্যা যেন একটা বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চুল ঝরে পরা সবার জীবনে একটা বড়ো সমস্যা। সবাই যেন প্রতিনিয়ত ব্যাস্ত চুলের সমস্যা থেকে মুক্তি পেতে। দিনদিন চুল ঝরে গিয়ে প্রায় টাক পরে যাচ্ছে সকলের। আগেকার দিনের মানুষের মতো কালো ঘন চুল দেখতে পাওয়া যেন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
অনেকেই এই চুল ঝরে পরার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ডাক্তার এর পরামর্শ নেন অনেক ডাক্তারি তেল শ্যাম্পু ব্যাবহার করেন কিন্তু তাতেও কোনো সমাধান হয় না। চুল আগের মতোই ঝরে যায়। তবে দেখা যায় এই সব সমস্যা ঘরোয়া পদ্ধতিতে সমাধান হয়। তাই আজকে জেনে নিন একটি ঘরোয়া পদ্ধতি।
প্রথমে একটি পাত্রে দুটো ডিম ফাটিয়ে নিন। ডিম চুলের জন্য খুব উপকারী। ডিমের মধ্যেই উপস্থিত প্রোটিন খুব ভালো চুলের জন্য। ডিমের সাদা অংশ ও ডিমের কুসুম দুটোই চুলের জন্য খুব উপকারী। তারপর তাতে কয়েক টুকরো কলা মিশিয়ে নিন কলাতে থাকা উপাদান চুলের জন্য খুব উপকার। তারপর ওই মিশ্রণ এ একটু মধু মিশিয়ে নিন। মধু চুলের জন্য খুব উপকারী। তারপর ওই মিশ্রণটি চুলে ভালোমতো লাগিয়ে নিন তবে দেখবেন চুলের গোড়ায় যেন সেই মিশ্রণ না লাগে। এই মিশ্রণ আপনি সপ্তাহে একদিন করে লাগাবেন দেখবেন খুবই ভালো উপকার পাবেন।
এই ঘরোয়া পদ্ধতিতে তৈরী মিশ্রণটি চুলের জন্য খুব উপকার। দেখবেন এই মিশ্রণ লাগালে চুল ঘন ও কালো হয়ে উঠবে। কয়েকদিন এর মধ্যেই চুল গজাতে শুরু করবে। চুল পরা বন্ধ হয়ে যাবেন। সপ্তাহে একদিন করে এই মিশ্রণ লাগান অনেক উপকার পাবেন। ডিম , কলা ও মধু চুলের জন্য খুবই উপকারী। এই মিশ্রণ একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরী তাই এটি খুবই উপকার চুলের জন্য।