fbpx
Friday, July 23, 2021
Homeভাইরাল খবরহনুমান মন্দিরে পুজো দিতে ব্যস্ত স্বয়ং হনুমান, ভাইরাল ভিডিও

হনুমান মন্দিরে পুজো দিতে ব্যস্ত স্বয়ং হনুমান, ভাইরাল ভিডিও

মানুষকে ভক্তি ভরে ভগবানের পুজো করতে দেখা সেটা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু একটি পশু ভক্তি ভরে ভগবানের পুজো করছে এটা সত্যিই অবাক করা বিষয় । তবে পশুদের মধ্যেও যে ভক্তি আছে তা কুকুরকে দেখলে বোঝা যায়। কুকুরকে প্রভুভক্ত বলা হয়। কুকুর তার প্রভুর জন্য প্রাণ পযন্ত দিয়ে দিতে পারে। মানুষের মতো পশুদের মধ্যেও থাকে ভক্তি। পশু ভক্তি ভরে ভগবানের পুজো করে।

সম্প্রীতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হনুমান মন্দিরে হনুমানজির পুজো করছে স্বয়ং হনুমান নিজেই। নানা জায়গায় রয়েছে হনুমান মন্দির। এমনই এক হনুমান মন্দিরে পুরোহিত মশাই হনুমানজির পুজো করছিলেন। ঠিক সেই সময় কোথা থেকে একটি হনুমান এসে সেখানে উপস্থিত হয় এবং পুরোহিত এর ঘাড়ে বসে হনুমান পুজোর মন্ত্র শুনতে থাকে । আবার কখনো নিচে নেমে এসে নিজেই হনুমান মূর্তিতে ফুল দিয়ে হাতজোড় করে প্রণাম করে পুজো করা শুরু করে।

হনুমানজি রামচন্দ্র এর ভক্ত ছিলেন। মানুষের জীবনে যখনি বিপদ আসে তখন হনুমানজির স্মরণ করলে তার জীবনের বিপদ দূর হয়ে যায়। হনুমানজির অনেক ভক্ত রয়েছে। অনেক মানুষ হনুমানজির পুজো করেন। হনুমান চালিশা পাঠ করেন।

হনুমান চালিশা পাঠের মহাত্ম সকলেই জানেন। কিন্তু এবার ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি হনুমান স্বয়ং হনুমানজির পুজো করছে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। কয়েক মিলিয়ন লাইক পড়েছে ভিডিওটিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম